রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজন অস্ত্রধারী দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে র্যাব-২।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে থানার বাড়ৈইখালী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল মো. রবিউল ইসলাম (৩২) ও শরিফুল ইসলাম শান্ত (২২)।
অভিযানে ১টি শর্টগান, ২টি এয়ারগান, ২টি বিদেশি পিস্তল, ৪টি পিস্তল ম্যাগাজিন, ২০টি খালি খোসা, ১৮০টি ইয়ার বল, ২৫০টি ইয়ার প্লেট, ১টি ক্লিনিং কিটসহ ব্যাগ, ২টি ওয়াকিটকি সেট, ১টি চাপাতি, ১টি সামুরাই ও ২টি এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-২ জানায়, হাজারীবাগ থানাধীন বাড়ৈইখালী বাজার এলাকায় একটি বাড়ীতে কিছু দুষ্কৃতিকারী অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্রসহ অবস্থান করে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব-২ বাড়ৈইখালী বাজার এলাকায় সোমবার রাতে বিশেষ অভিযান চালায়। অভিযানে মো. রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম শান্তকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো মতে, বাড়িটির পঞ্চম তলার উত্তর পাশের ফ্লাটের পশ্চিম পাশের রুমের তোষকের নিচ হতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
র্যাব-২ জানায় আরও জানায়, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করে আসছিল। তারা যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেনের নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল।
মো. রবিউল ইসলামের বিরুদ্ধে খুলনা সদর থানায় ও রাজধানীর কাফরুল থানায় ২টি মাদক মামলা রয়েছে।
কেকে/ এমএ