দুবাই আর্ন্তজাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গত মঙ্গলবার দিবাগত রাতেই ফ্লাইট বিজি-২৪৮ এর ১৭৮জন যাত্রী বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের বিমান বৃহস্পতিবার দিবাগত রাতের আরেকটি ফ্লাইট বিজি-২৪৮ এ করে অবশেষে বিমানে উঠে সিলেটের পথে রওয়ানা দিবেন। দীর্ঘ ৪৮ ঘন্টা পর বিমানে দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা করছেন আটকে থাকা প্রবাসীরা৷
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা খোলা কাগজকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে বিমানের প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে বার বার যাচাই করে দেখা হয়। বর্তমানে আটকে থাকা ১৭৮ জন যাত্রী ও আজকের ফ্লাইটের ১৮৭ জন যাত্রীসহ মোট ৩৬৫ জন যাত্রী নিয়ে বিমানের বোয়িং ৭৭৭-৩০০ মডেলের উড়োজাহাজ রাত ১২টা ৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে দুবাই থেকে আকাশে উড়বে।
আটকে থাকা বোয়িং ৭৮৭-৮ মডেলের উড়োজাহাজটির জন্য ঢাকা থেকে বুধবার দিবাগত রাত ১০টা ৩০ মিনিটে বিমানের ঢাকা-দুবাই ফ্লাইট বিজি-৩৪৭ বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের উড়োজাহাজ যোগে প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌছানোর পর যান্ত্রিক ত্রুটি সাড়াতে প্রকৌশলীরা কাজ শুরু করেন, সমস্যার সমাধান করে আকাশে উড়ার কথা ছিল। কিন্তু এখনো আকাশে উড়েতে পারেনি। ৪৮ ঘন্টা পরও যান্ত্রিক ত্রুটির সমাধান আসেনি। বর্তমানে দুবাই বিমানবন্দরে গ্রাউন্ডেড করে রাখা আছে।
বিমানের এই ফ্লাইট গত মঙ্গলবার ঢাকা থেকে দুবাইয়ে অবতরণ করেছিল স্থানীয় সময় রাত ১০টা ১১ মিনিটে। সেখান থেকে ফিরতি ফ্লাইটে রাত ১২টা ৫ মিনিটে দুবাই আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে উড়ে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৫ মিনিটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। নির্ধারত সময়ে সকল যাত্রীকে বিমানে উঠানোর পর যান্ত্রিকত্রুটি দেখা দেয়ার ফলে দুবাই বিমানবন্দরে গ্রাউন্ডেড করে রাখা হয়েছিল।
এর আগে গত ১৭ই এপ্রিল যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকামুখী বিজি-১৪৮ ফ্লাইট বোয়িং ৭৮৭-৯ মডেলের ড্রিমলাইনার ২৭৫ জন যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ওই নগরীতে ৩০ ঘন্টা আটকা পড়েছিল। এছাড়া গত ৩০ জুলাই শারজাহ থেকে ঢাকামুখী বিমানের ফ্লাইট বিজি-৩৫২ বোয়িং ৭৩৭-৮৩ এন মডেলের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৭ ঘন্টা আটকে ছিল।
উল্লেখ্য, গত দুইমাসে উড়াল দেওয়ার আগে ও পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্তত ১০টি উড়োজাহাজে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। চাকা খুলে পড়া, ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়া, ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়াসহ বিভিন্ন সমস্যা উল্লেখযোগ্য।
কেকে/এজে