ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধি ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের এ অভিযোগ করেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এস এম ফরহাদ।
এস এম ফরহাদ বলেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধি ঢুকতে দেয়া হচ্ছে না। এসময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন এস এম ফরহাদ।
এর আগে তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রের ১শ মিটারের ভিতরে প্রচারণা নিষেধ থাকলেও, ছাত্রদল তা করছে। প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না। সব অভিযোগের বিষয়েই প্রশাসন নীরবতা দেখাচ্ছে।
কেকে/এআর