বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      
বেগম রোকেয়া
প্রতিবন্ধী এক নারীর সাফল্যের গল্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৫ এএম
শারীরিক প্রতিবন্ধী সালমা বেগম। ছবি : প্রতিবেদক

শারীরিক প্রতিবন্ধী সালমা বেগম। ছবি : প্রতিবেদক

জীবনের শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এখন সফল নারী হিসাবে সমাজকে আলোকিত করেছেন সালমা বেগম। নিজের ভাইয়ের দেওয়া জরাজীর্ণ একটি ঘরে বসবাস করলেও সে ভিক্ষাবৃত্তি বেছে না নিয়ে নিজের পায়ে দাঁড়িছেন তিনি। জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট এলাকায় পৌর মেয়রের দেওয়া উপহার ছোট্ট একটি পানের দোকান, দুটি ছাগল ও কিছু মুরগি পালন করাসহ বাড়িতে কিছু সময় সেলাইয়ের কাজ দিয়েই চলছে তার জীবন সংসার। সংসারে একমাত্র মেয়ে হাবিবা এখন পড়াশোনা করছেন খনজনপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে।

সালমা বেগম সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৮নং ওয়ার্ড চকশ্যাম গ্রামের ভূমিহীন বাবা, মা ও ভাইয়ের সঙ্গে বসবাস করেন। বাবা মকবুল হোসেন ও মা রেখা বেগমের ছোট মেয়ে ছালমা। বাবা মকবুল হোসেনও মারা যান গত বছর।

সালমার মা রেখা বেগম  বলেন, সালমা ছোট বেলায় ৬ মাস বয়সে শরীরে প্রচণ্ড জ্বর হওয়ার পর চিকিৎসা অভাবে কোমর থেকে বাম পা অবশ হয়ে যায়। এভাবেই প্রতিবন্ধিতা নিয়ে বেড়ে ওঠা ছালমা পাশের প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ভর্তি হন খনজনপুর উচ্চ বিদ্যালয়ে। অত্যন্ত মেধাবী ছালমা লাঠিতে ভর দিয়েই স্কুলে যেতেন সহপাঠীদের সঙ্গে।

তিনি আরো বলেন, আমাদের আর্থিক অসচ্ছলতার কারণে ৮ম শ্রেণি পাস করার পর লেখাপড়া থেমে যায় সালমার। ২০০১ সালে আমদই ইউনিয়নের দন্ডপানি গ্রামের শাজাহান আলীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। তারপর তাদের সংসারে জন্ম নেওয়া একমাত্র মেয়ের নাম রাখেন হাবিবা। পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হওয়ার কারণে আর সন্তান নেননি তারা। 

চকশ্যাম গ্রামের সালমা বেগমের স্বজনরা বলেন, আমরা তাকে ছোট থেকেই দেখতেছি সে কখন মানুষের কাছে হাত পাততেন না। বরং সে নিজে সবসময় পরিশ্রম করতেন। আমরা দেখি সে বাসায় ছাগল পালন করে, মুরগি পালন করে আবার কখনো কখনো সেলাইয়ের কাজ করে নিজের সংসার চালান। তারা বলেন, সালমা বেগম আমাদের সমাজের জন্য বোঝা না হয়ে সে যে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে এটা আমাদের জন্য বড় প্রাপ্তি, আমাদের চাওয়া সে যেহতু ভাইয়ের বাড়িতে থাকে তাকে যদি সরকার একটি ঘরের ব্যবস্থা করে দিত তাহলে সে তার মেয়েকে নিয়ে সেখানে বসবাস করতে পারত।

সালমা বেগম বলে, আমার ছয় মাস বয়স থেকেই আমি প্রতিবন্ধী, তারপরও আমি ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। এরপর আমাকে প্রতিবন্ধী বলে যখন কেউ বিয়ে করতে চায় না ঠিক সেই মুহূর্তে সদর উপজেলার দন্ডপানি গ্রামের শাজাহান আলী আমাকে বিয়ে করে। যদিও তার সেখানে অন্য একটা পরিবার রয়েছে তারপরও সে আমাকে বিয়ে করে। কিন্তু তার সংসারের অবস্থাও তেমন ভালো না হওয়ায় আমার আর সেখানে যাওয়া হয়নি। এরপর আমি ভাইয়ের বাসায় থেকেই নিজের পায়ে দাঁড়িয়েই কিছু করার চেষ্টা করছি যাতে করে আমাকে ভিক্ষা করা কিংবা মানুষের কাছে হাত পাততে না হয়। 

তিনি বলেন, ২০০৬ সালে আমাকে সরকার প্রতিবন্ধী ভাতারও ব্যবস্থা করে দিয়েছেন। সেই টাকা দিয়ে আমি ছাগল ও মুরগি পালন করি। আমার এই পরিস্থিতি চোখে পড়ে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক আমাকে একটি দোকানের ব্যবস্থা করে দেন। এই সেই দোকানে আমি পানসহ আর জিনিসপত্র বিক্রি করি। সেই দোকান থেকে আল্লাহর রহমতে যা পাই তা দিয়ে আমার সংসার চালাই।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  প্রতিবন্ধী   নারী   সাফল্য   গল্প   রোকেয়া  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গঙ্গাচড়ায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন
ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭
পাবনা-৪ আসনে এনসিপির প্রার্থী ড. এমএ মজিদ
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ
পঞ্চগড়-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আসাদুজ্জামান নূর
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

বেগম রোকেয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close