গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে ট্রাভেল ব্যাগে মোড়ানো অজ্ঞাত (৩৫) যুবকের খণ্ডিত ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় টঙ্গীর স্টেশন রোডের হাজি বিরিয়ানির দোকানের সামনে এ ঘটনা ঘটে । খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, স্টেশন রোডের টঙ্গী-কালীগঞ্জ সড়কের হাজি বিরিয়ানির দোকানের সামনে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি নতুন ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ খুলে যুবকের অর্ধগলিত ও কয়েকটি খণ্ডে বিভক্ত লাশ দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। লাশ সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তে পাঠানো হবে।
কেকে/ এএস