শুধু মাত্র নির্বাচনের জন্যই ছাত্রজনতার জুলাই অভ্যুত্থান হয়নি উল্লেখ করে ঐকমত্য কমিশনের উদ্দেশ্য করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য এম মাইদুল হাসান সিয়াম বলেছেন, তড়িঘড়ি নির্বাচন দেওয়ার জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। প্রায় ২ হাজার শিশু, ছাত্র, কিশোর, যুবক জীবন দিয়েছে রাষ্ট্র সংস্কার করার জন্য।
শুক্রবার (১ আগস্ট) বিকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খিলক্ষেত থানা আয়োজিত স্বাগত র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রায় ২০ হাজার আহত এখনো সুচিকিৎসা পায়নি, এরই মধ্যে কীসের নির্বাচন দিতে চান আপনারা? খুনিরা এখনো মিছিল বেড় করে, রাস্তায় ঘুরে বেড়ায় অথচ তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হচ্ছেনা। পুলিশসহ সকল প্রশাসন এখনো বহাল আছে, কোনো সংস্কার করা হয়নি। অতএব কোনোভাবেই খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ব্যতীত নির্বাচন দেয়া যাবেনা।
এসময় তিনি আরো বলেন, আজ চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখা যাচ্ছে একদল নব্য ফ্যাসিস্ট তৈরি হয়েছে। যারা সারাদেশে ৫ আগস্টের পর সবজায়গায় চাঁদাবাজি করছে, পাথর দিয়ে মানুষ হত্যা করছে, স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করছে। এজন্য ছাত্র জনতা জীবন দেয়নি। এসময়ে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদী সরকার গঠন হবে।
এসময় ইসলামী ছাত্র আন্দোলনের খিলক্ষেত থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস