রাজধানীর মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আলামিন নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন মারা যান তিনি।
জানা গেছে, গত বুধবার রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীতে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইচেষ্টার সময় উত্তেজিত জনতার হাতে গণপিটুনির শিকার হন আলামিন।
আহত অবস্থায় রাতেই তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। মুগদা থানার এসআই উত্তম কুমার বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আলামিনের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় মুগদা থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কেকে/এএম