রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার শেষ দিনে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মেলা শেষ হতেই শতাধিক মানুষ স্টলগুলোতে সাজানো ফল লুটে নেয়, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রধান স্টলটি।
শনিবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও তখনও অনেক দর্শনার্থী মাঠে অবস্থান করছিলেন। হঠাৎ করেই কিছু মানুষ স্টলের ডিসপ্লে থেকে ফল তুলে নিতে শুরু করেন। এক পর্যায়ে এতে অন্যরাও যোগ দেন। মুহূর্তেই শাপলা ফুল আকৃতির সাজানো ডিসপ্লে থেকে তুলে নেওয়া হয় ডাব, আম, আনারস, ড্রাগন ফলসহ নানা ফল। কেউ ব্যাগ ভরেন, কেউবা কাঁধে করে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মেলার দায়িত্বপ্রাপ্তরা নিষেধ করলেও কেউ তা শোনেনি। ভিডিওতে দেখা যায়, একদল মানুষ কৃষি সম্প্রসারণ অধিদফতরের স্টলের সামনে জড়ো হয়ে হুমড়ি খেয়ে ফল নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এসব ভিডিও নিয়ে সমালোচনার ঝড় বইছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের স্টলে গবেষণা ও প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল নানা প্রজাতির দেশি ও বিদেশি ফল। সব পরিকল্পনা ছিল শিক্ষণীয় ও সচেতনতামূলক। কিন্তু কিছু মানুষ আচমকা সব নিয়ে যায়।’
একজন আয়োজক জানান, ‘স্টলের ডিসপ্লেতে থাকা ফল এতিমখানায় দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই সব ফল দর্শনার্থীদের হাতে চলে যায়।’
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় নিয়োজিত এক কর্মী বলেন, ‘মেলার শেষ সময় হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল অনেকটাই কম। দর্শনার্থীর ভিড়ও ছিল বেশি। কিছু মানুষ সেই সুযোগ নিয়েছে।’
উল্লেখ্য, ১৯ জুন শুরু হওয়া এই তিন দিনব্যাপী ফল মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। মেলার মূল উদ্দেশ্য ছিল দেশি ফলের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধি।
কেকে/এএম