রাজউক উত্তরা মডেল কলেজের কৃতী শিক্ষার্থীদের মাঝে ‘বেস্ট অব দ্য বেস্ট’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশাজীবী হওয়াটা শিক্ষার মুখ্য বিষয় নয়। বরং ভালো মানুষ হতে পারাতেই শিক্ষার্থীদের সার্থকতা।
রোববার (২২ জুন) রাজউক উত্তরা মডেল কলেজের অডিটোরিয়ামে শিক্ষা ও সহপাঠ বিষয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখায় কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ‘বেস্ট অব দ্য বেস্ট’ (সেরাদের সেরা) পুরস্কার বিতরণ করেন রাজউক চেয়ারম্যান।
এ সময় শিক্ষার্থীদের জন্য উপযোগী ও সামঞ্জস্যপূর্ণ শিক্ষার পরিবেশ সৃষ্টি করায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন তিনি। রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা ও আত্মউন্নয়নের স্পৃহা বৃদ্ধির লক্ষ্যে দেওয়া হয় এ পুরস্কার।
একাডেমিক শিক্ষার পাশাপাশি কো কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে এ সম্মাননা। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এরপর অনুষ্ঠান উপলক্ষ্যে ও রাজউক চেয়ারম্যানের সম্মানে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোরম সাংস্কৃতিক উপস্থাপনার আয়োজন করা হয় যার মধ্যে ছিল গান, দলীয় নৃত্য ও দলীয় নাটক। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বৈচিত্র্যময় প্রতিভার প্রমাণ দেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাজউক চেয়ারম্যান বিভিন্ন বিষয়ে অবদান রাখায় কৃতী শিক্ষার্থীদের হাতে ‘বেস্ট অব দ্য বেস্ট’ পুরস্কার তুলে দেন। এছাড়াও জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ে অবদান রাখা শিক্ষার্থীদের ও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আরো বলেন, আজকে এখানে শুধু পড়াশোনা নয় বরং কো কারিকুলার ও এক্সট্রাকারিকুলার কর্মকাণ্ডের ওপরেও সেরাদের সেরা পুরস্কার দেওয়া হচ্ছে। যা শিক্ষার্থীদের আরো ভালো করতে অনুপ্রেরণা জোগাবে। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যে কাজই করবেন, সর্বোত্তমভাবে তা করার চেষ্টা করবেন। ভালো মানুষ হওয়াটা, দেশপ্রেমিক হতে পারাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার উভয় জায়গা থেকেই শিক্ষার পরিবেশটা ভালো হলে আমরা একটি সুন্দর পরবর্তী প্রজন্ম রেখে যেতে পারব। এছাড়াও পূর্বাচল নতুন শহরে রাজউক উত্তরা মডেল কলেজের একটি শাখা খোলার জন্য প্রয়োজনীয় আলোচনা করা যেতে পারে বলে তিনি জানান। মো. রিয়াজুল ইসলাম বলেন, পূর্বাচলে রাজউক এর শাখা প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব যেন উন্নতমানের শিক্ষাব্যবস্থাকে সবার কাছে পৌঁছে দেওয়া যায়। এছাড়াও খেলার মাঠ সম্প্রাসারণ, বিজিবি মার্কেট অপসারণ ও উত্তরা ৩য় পর্বে কলেজের জন্য প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দের বিষয়ে এই কলেজ ও এর শিক্ষার্থীদের কাছ থেকে আসা অনুরোধসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা ও পর্যালোচনা করা হবে বলেও তিনি জানান।
এ সময় কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম বলেন, আজকের অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যানের উপস্থিতি আমাদের মধ্যে উদ্দীপনা ও নবউদ্যমে কাজ করার স্পৃহা জাগিয়েছে। রাজধানীর শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানটির অভিভাবক হিসেবে রাজউক চেয়ারম্যান এখানে আসাতে শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সব শিক্ষকরা আজ আনন্দিত। রাজধানীর উন্নয়ন ও একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে রাজউকের সমসাময়িক কার্যক্রম ভূয়সী প্রশংসার দাবিদার যা আমাদের জন্য গর্বের বিষয়।
পুরস্কার বিতরণ শেষে রাজউক চেয়ারম্যান কলেজের খেলার মাঠসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং কলেজের সামনে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজউক এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
কেকে/এএস