পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকাস্থ লাখাই উপজেলা উলামা পরিষদের আয়োজনে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকালে উপজেলার কালাউক হাইস্কুল মসজিদ প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মুফতি মুহসিনুল করীম কাসেমী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ নিয়াজী এবং পরিচিতি পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল হাই, মুফতি শরীফ উদীন, মাওলানা আমিমুল এহসান, মাওলানা শাহ আব্দুল কদ্দুছ, মাওলানা শরীফ উদ্দিন, হাফেজ মুবাশ্বির হোসাইন, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আলী আজম তালুকদার, মুফতি ফয়জুল করীম, মাওলানা আশরাফ আলী, মুফতি শাকির মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠনটির সহসাধারণ সম্পাদক মুফতি মোফাজ্জল হুসাইন ও মাওলানা শহীদুল ইসলাম।
কেকে/এএস