রাজধানীতে অপরাজিত ২৪ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বনানী ডিওএইচএস কমিউনিটি সেন্টারে এ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সরকারি, বেসরকারি, চিকিৎসক, মানবাধিকারকর্মী ও আহত যোদ্ধাদের পরিবারের প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
উদ্বোধনী বক্তব্যে অপরাজিত ২৪ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. পারভিন রহমান বলেন, এই আহত যোদ্ধারা আমাদের গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখেছেন। তাদের চিকিৎসা ও পুনর্বাসন কোনো করুণা নয়, বরং রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
তিনি বলেন, জুলাই আহত যোদ্ধাদের পুনর্বাসনের কাজে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের নবনিযুক্ত সাধারণ সম্পাদক সামসি আরা জামান, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম।
এ ছাড়া ছিলেন চিকিৎসক, স্বেচ্ছাসেবক, মনোচিকিৎসক, মানবাধিকারকর্মী, আইনজীবী, সমাজকর্মী এবং জুলাইয়ের আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে কয়েকজন আহত যোদ্ধা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে জানান, চিকিৎসা ও আর্থিক সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে তারা এখনো নানা দুর্ভোগে পড়ছেন।
সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার জন্য তারা সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমন্বয়ের দাবি জানান।
বক্তারা বলেন, পুনর্বাসন প্রক্রিয়ায় নীতিগত দুর্বলতা, মাঠ পর্যায়ে বাস্তবায়নের সময় আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের অভাব পুনরায় বাধাগ্রস্ত করছে। তারা এ সমস্যা থেকে উত্তরণের জন্য একটি জাতীয় পুনর্বাসন নীতিমালা প্রণয়ন, বিশেষ মেডিকেল ও মনোসামাজিক সহায়তা ইউনিট গঠন এবং সংবেদনশীল সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
অপরাজিত ২৪ ফাউন্ডেশন আগামী দিনে গবেষণা, প্রশিক্ষণ, আইন ও নীতিপর্যায়ে প্রভাবকাজ (অ্যাডভোকেসি) এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ চালুর মাধ্যমে আহতদের জন্য দীর্ঘমেয়াদি সমর্থন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে।
মতবিনিময় সভার প্রধান প্রস্তাবনা ও সুপারিশসমূহ শিগগিরই লিখিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর নিকট প্রেরণ করা হবে বলে ফাউন্ডেশন জানায়।
কেকে/এএম