সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
রাজধানী
জুলাই আহতদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান
অপরাজিত ২৪ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:২৪ পিএম

রাজধানীতে অপরাজিত ২৪ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) বনানী ডিওএইচএস কমিউনিটি সেন্টারে এ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সরকারি, বেসরকারি, চিকিৎসক, মানবাধিকারকর্মী ও আহত যোদ্ধাদের পরিবারের প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

উদ্বোধনী বক্তব্যে অপরাজিত ২৪ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. পারভিন রহমান বলেন, এই আহত যোদ্ধারা আমাদের গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখেছেন। তাদের চিকিৎসা ও পুনর্বাসন কোনো করুণা নয়, বরং রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

তিনি বলেন, জুলাই আহত যোদ্ধাদের পুনর্বাসনের কাজে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের নবনিযুক্ত সাধারণ সম্পাদক সামসি আরা জামান, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম।

এ ছাড়া ছিলেন চিকিৎসক, স্বেচ্ছাসেবক, মনোচিকিৎসক, মানবাধিকারকর্মী, আইনজীবী, সমাজকর্মী এবং জুলাইয়ের আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে কয়েকজন আহত যোদ্ধা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে জানান, চিকিৎসা ও আর্থিক সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে তারা এখনো নানা দুর্ভোগে পড়ছেন।

সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার জন্য তারা সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমন্বয়ের দাবি জানান।

বক্তারা বলেন, পুনর্বাসন প্রক্রিয়ায় নীতিগত দুর্বলতা, মাঠ পর্যায়ে বাস্তবায়নের সময় আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের অভাব পুনরায় বাধাগ্রস্ত করছে। তারা এ সমস্যা থেকে উত্তরণের জন্য একটি জাতীয় পুনর্বাসন নীতিমালা প্রণয়ন, বিশেষ মেডিকেল ও মনোসামাজিক সহায়তা ইউনিট গঠন এবং সংবেদনশীল সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

অপরাজিত ২৪ ফাউন্ডেশন আগামী দিনে গবেষণা, প্রশিক্ষণ, আইন ও নীতিপর্যায়ে প্রভাবকাজ (অ্যাডভোকেসি) এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ চালুর মাধ্যমে আহতদের জন্য দীর্ঘমেয়াদি সমর্থন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে।

মতবিনিময় সভার প্রধান প্রস্তাবনা ও সুপারিশসমূহ শিগগিরই লিখিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর নিকট প্রেরণ করা হবে বলে ফাউন্ডেশন জানায়।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  অপরাজিত ২৪ ফাউন্ডেশন   উদ্বোধনী অনুষ্ঠান   মতবিনিময় সভা অনুষ্ঠিত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বিপর্যস্ত বাংলাদেশের সামনে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা
ভাইরাল গরুচোর সবুজসহ গ্রেফতার ৫
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
যখন জনগণ জানে না, তখন গণভোট অর্থহীন

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close