সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      
খেলাধুলা
বিপর্যস্ত বাংলাদেশের সামনে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১১:০৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইংল্যান্ড- নিউজিল্যান্ডের কাছে হেরে কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশ নারী দল বিশ্বকাপের সেমিফাইনালের আশা। অপরদিকে ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকার নারী দল।

আজ সোমবার (১৩ অক্টোবর) ভারতের বিশাখাপত্তমে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি। 

প্রোটিয়া নারীরা প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিপর্যস্ত হয়েও পরের দুই ম্যাচে তুলে নিয়েছে সহজ জয়। হারিয়েছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডকে। দুই দল আজ বিশ্বকাপে নিজেদের চার নম্বর ম্যাচ খেলতে নামছে। সেমিফাইনালের রেসে টিকে থাকতে দুই দলেরই জয়ের বিকল্প নেই। 

ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বার খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৩ বার জয়ের দেখা পেয়েছে তারা। বাকি ১৮টি ম্যাচে হেরেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল বাংলাদেশ। ওই সিরিজ ২-১ ব্যবধানে হারে তারা। 

নিগার বাহিনী প্রথম ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি। ব্যাটিং ও বোলিংয়ের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে হারায় ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটে। ম্যাচটিতে দারুণ বোলিং করেন মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারে টানা দুই বলে ইনসুইংয়ে পাকিস্তানের দুই ব্যাটারকে বোল্ড করে হইচই ফেলে দেন ক্রিকেট বিশ্বে। ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক নিজের অভিষেক ওয়ানডেতে খেলেন ৫৪ রানের ইনিংস। 

দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে সোবহানা মুস্তারীর ৬০ রানে ভর করে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তারপরও মারুফা ও লেগ স্পিনার ফাহিমা খাতুনের দুরন্ত বোলিংয়ে চেপে ধরেছিল নিগার বাহিনী। সেখান থেকে আম্পায়ারের সহায়তায় ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে ৪ উইকেটে জয়ী করেন হিদার নাইট। 

তৃতীয় ওয়ানডেতে ভালো বোলিং করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ২২৭ রানে বেঁধে ফেলেন নিগাররা। ২২৮ রানের টার্গেটে খেলতে নেমে বাজে ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে দলের অনেক কিছু শেখার আছে বলে মনে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলছিলেন, অবশ্যই , এ ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলাম, কিন্তু দল হিসেবে সেটি পারেনি। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করছে। আশা করি পরের ম্যাচেও ভালো করবে বোলাররা। পাশাপাশি ব্যাটারদেরও ভালো করতে হবে।

আট দলের বিশ্বকাপে আজকের পর আরও তিন খেলা বাকি বাংলাদেশের। নিগারদের পরের ম্যাচগুলো যথাক্রমে ১৬ অক্টোবর বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর পাটিলে শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর পাটিলে ভারতের বিপক্ষে। নারী বিশ্বকাপের ফাইনাল ২ নভেম্বর। সেমিফাইনাল দুইটি যথাক্রমে ২৯ ও ৩০ অক্টোবর।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:   বাংলাদেশ নারী দল   নারী বিশ্বকাপ   দক্ষিণ আফ্রিকা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি
ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ নারী আটক
যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী নিহত
চিত্রনায়ক বাপ্পারাজের রহস্যময় পোস্টে উদ্বিগ্ন ভক্তরা
ফ্যাসিস্ট নাসিমের প্রতারণার শিকার শতাধিক নারী

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close