রাজধানীর হৃদরোগ হাসপাতাল চোর সন্দেহে আটকের সময় পালাতে গিয়ে ৫ম তলা থেকে নিচে পরে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক ওই নিহতের নাম পরিচয় জানা যায়নি।
রোববার (১৩ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, হৃদরোগ হাসপাতাল ৫ম তলায় দক্ষিণ ব্লকের ৯ নম্বর ওয়ার্ডে থেকে রোগীর স্বজনদের কিছু একটা চুরি করে বেড়িয়ে যাওয়ার সময় সেখানকার কয়েকজনে চোর চোর বলে ধাওয়া দেয়। এ সময় ১০ নম্বর ওয়াডের বারান্দা থেকে ঝাপ দিলে নিচে পরে সে নিহত হন।
ওয়ার্ড বয় শুক্কুর আলী খোলা কাগজকে বলেন, ‘আমরা ওয়ার্ডের ভিতরে ছিলাম, রোগীর স্বজনরা চোর সন্দেহ করে ধাওয়া দিলে ১৮-১৯ বছরের একজন যুবক নিচে পরে নিহত হন।’
হৃদরোগ হাসপাতালের কমান্ডার খোলা কাগজকে বলেন, ‘হাসপাতালে একজন নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ এসে তদন্ত করে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে রেখেছে। এর আগেও দুজন চোরকে এ হাসপাতাল থেকে আটক করা হয়। এখানে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটে।’
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম খোলা কাগজকে বলেন, হৃদরোগ হাসপাতালের বারান্দা থেকে এক যুবক নিচে পরে নিহত হয়েছেন। তাকে চোর সন্দেহ কেউ দৌড়ানি দিলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার মরদের উদ্ধার কর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রেখেছে।
এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ঔষধ চুরির দায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
ঘটনা সূত্রে জানা যায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ইমারজেন্সিতে ডিউটি করা অবস্থায় একজন নার্স কয়েক আইটেমের ঔষধ ব্যাগ ভর্তি করে ওষুদের কাটনে করে একজন মহিলা দালাল চক্রকে দিতে গেলে হাসপাতালের অন্য নার্সরা ধরে ফেলে। পরবর্তীতে হাসপাতালের পরিচালক বিষয়টি জেনে ওই নার্সকে এবং মহিলা দালালকে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেন ।
কেকে/ এমএস