রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আগুনের এই ঘটনা ঘটে। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ৪২ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরো বলেন, দুপুরে বাসটির চালক ও সহকারী সড়কের পাশে থামিয়ে রেখে দুপুরের খাবার খেতে যায়। এরপরই আগুনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ওভারহিটের কারণে আগুনের ঘটনা ঘটতে পারে।
কেকে/এজে