মঙ্গলবার, ৬ মে ২০২৫,
২৩ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ৬ মে ২০২৫
শিরোনাম: বিদেশি কূটনীতিকদের মন্তব্যে নির্বাচন বিলম্বের ইঙ্গিত       বৈষম্যবিরোধী সরকারের বৈষম্যমূলক আচরণ      আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানো হলো      কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ দেশ      হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ৫৪      হাতিরঝিলে চলাচলে শৃঙ্খলা বাড়াতে রাজউক চেয়ারম্যানের নির্দেশনা      ইসরায়েলি বর্বরতায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত      
প্রিয় ক্যাম্পাস
সিটিজেনস ব্যাংক স্পনসারশিপে
কাঠমুন্ডুতে বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ঢাবি
আরমান হোসেন, ঢাবি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৭ পিএম  (ভিজিটর : ৯৫)
বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে সিটিজেন ব্যাংককের চেক হস্তান্তরের সময়। ছবি: প্রতিনিধি

বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে সিটিজেন ব্যাংককের চেক হস্তান্তরের সময়। ছবি: প্রতিনিধি

নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া ওপেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম।ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিমকে ১০ লাখ টাকার স্পন্সরশীপ চেক হস্তান্তর করেছে সিটিজেনস ব্যাংক।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন সভ্য-কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ওই চেক হস্তান্তর করেন সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম। 

এসময় বাস্কেটবল টিমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সিটিজেন ব্যাংককে ধন্যবাদ জানান।

ঢাবি উপাচার্য বলেন, ‘সিটিজেন ব্যাংকের এমন উদ্যোগে আমরা প্রকৃত অর্থে খুশি হয়েছি। আমাদের সীমাবদ্ধতা এতটাই প্রবল যে এই টিমের জন্য কিছুই করতে পারিনি। শুধু সরকারের ফান্ডিং দিয়ে এ ধরনের প্রতিষ্ঠান চলবে না। আমরা সমাজকে সঙ্গে নিয়ে চলতে চাই। দেশ-বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যালামনাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখা যাবে সিটিজেন ব্যাংকেও আমরা বেশ কিছু অ্যালামনাই পাবো। আমরা প্রত্যাশা রাখি, সিটিজেন ব্যাংকসহ অন্যান্য যারা রয়েছেন সবাইকে এই প্রতিষ্ঠানকে সামনে এক হয়ে এগিয়ে নিয়ে যাবেন।’

এমন প্রয়াস চলমান থাকবে উল্লেখ করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম বলেন, ‘আমরা নতুন ব্যাংক তারপরে নানা সীমাবদ্ধতার পর আমাদের ক্ষুদ্র প্রয়াসে ক্রীড়াঙ্গণে ভূমিকা রাখা চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের এমন সুযোগ প্রদান করায় আমরা গর্বিত। আমরা আশা রাখি, এই টিম ভালো করবে এবং আগামীতে আমরা ক্ষুদ্র প্রয়াসে এমন কর্মকাণ্ডে কনট্রিবিউট করার প্রয়াস অব্যাহত রাখব।’

এতে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. ওয়াহিদ ইমাম, বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, বাস্কেটবল টিম ক্যাপ্টেন বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষার্থী রাফিউল হক রাফিসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিদেশি কূটনীতিকদের মন্তব্যে নির্বাচন বিলম্বের ইঙ্গিত
বৈষম্যবিরোধী সরকারের বৈষম্যমূলক আচরণ
শিক্ষার্থীদের পেটাবে রাবি ছাত্রদল, পরিকল্পনার স্ক্রিনশট ফাঁস!
বান্দরবানে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণ ও হত্যার অভিযোগ
ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলইয়ার প্রতিনিধিদলের বৈঠক

সর্বাধিক পঠিত

প্রকৌশলী তুহিনের মুক্তির দাবীতে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল
বাঞ্ছারামপুরে অভিযুক্ত কোটিপতি কাজী এখনো ধরাছোঁয়ার বাইরে
দুই দফা দাবিতে বান্দরবান বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন
বৈষম্যবিরোধী সরকারের বৈষম্যমূলক আচরণ
গোবিপ্রবিতে শিক্ষকদের পাঠদান ও গবেষণায় দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালা

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close