দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন সেলের পাশাপাশি ধর্মীয় সেল স্থাপন, ইমামদের জন্য বিভিন্ন ধরণের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রশিক্ষণ দেওয়াসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাওয়াহ ফ্যাকাল্টি চালুর দাবি জানিয়েছেন সিলেট বিভাগীয় ইমাম সমিতির নেতারা।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় শাবিপ্রবির ‘প্রশাসনিক ভবন-১’ এর সম্মেলন কক্ষে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎকালে এ দাবিগুলো তুলে ধরেন তারা।
এ সময় সিলেট বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিবুর রহমান সিহাব, বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. এহসান উদ্দীন, শাবির কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমানসহ সিলেট বিভাগীয় ইমাম সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সমিতির নেতারা বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিনদশক পেরুলেও এই বিশ্ববিদ্যালয়ে হযরত শাহজালাল (র.) জীবনী সংক্রান্ত কোনো বিভাগ বা গবেষণাগার প্রতিষ্ঠা হয়নি। আমরা চাই শাবিতে দাওয়াহ ফ্যাকাল্টিসহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় জ্ঞান বিকাশে ধর্মীয় সেল চালু করা হোক, যেখান থেকে শিক্ষার্থীরা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের জ্ঞান লাভ করতে পারবেন।
দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইসলাম ধর্ম বই পড়ানোর জন্য শিক্ষকের অভাব রয়েছে উল্লেখ করে ইমামরা সেখানে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানান। এছাড়া সম্মেলনে ইমামদেরকে সরকারিভাবে জাতীয়করণদের দাবি জানানো হয়।
অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেন, জাতীয়করণ দীর্ঘ আলোচনার বিষয় এর সাথে শুধু শিক্ষামন্ত্রণালয় নই ধর্ম ও অর্থমন্ত্রণালয় জড়িত। ইমামদের প্রশিক্ষণ ও বিশ্ববিদ্যালগুলোতে ধর্মীয় সেল চালু একটি ভালো উদ্যোগ হতে পারে। এ বিষয়ে আমি নিজের জায়গা থেকে কাজ করব।’
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির প্রমুখ।
কেকে/এএম