জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ২১ জানুয়ারি। সাতটি ইউনিটের ১,৮১৪টি আসনের বিপরীতে এবছর মোট আবেদন পড়েছে ২,৬২,৪৫০টি। সে অনুযায়ী, প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ১৪৫ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানিয়েছেন, ‘ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) অনুষ্ঠিত হবে। পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তিতে জানানো হবে। পরীক্ষার প্রবেশপত্র ২ ফেব্রুয়ারি থেকে ju-admission.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।’
ইউনিটভিত্তিক আবেদন
‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ):
মোট আসন ৪২৬। আবেদন পড়েছে ৭৩,১৬১টি। আসন প্রতি লড়বেন ১৭২ জন।
‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ):
মোট আসন ৩২৬। আবেদন পড়েছে ২৩,৭৬৯টি। আসন প্রতি লড়বেন ৭৩ জন।
‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ):
মোট আসন ৪৩৮। আবেদন পড়েছে ৫৩,৩৯৩টি। আসন প্রতি লড়বেন ১২২ জন।
‘সি১’ ইউনিট (নাট্যতত্ত্ব ও চারুকলা):
মোট আসন ৬৪। আবেদন পড়েছে ৫,৫০৪টি। আসন প্রতি লড়বেন ৮৬ জন।
‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ):
মোট আসন ৩১০। আবেদন পড়েছে ৮৬,৭৫৫টি। আসন প্রতি লড়বেন ২৮০ জন।
‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ):
মোট আসন ২০০। আবেদন পড়েছে ১৫,১৮১টি। আসন প্রতি লড়বেন ৭৬ জন।
‘আইবিএ-জেইউ’ ইউনিট:
মোট আসন ৫০। আবেদন পড়েছে ৪,৬৮৭টি। আসন প্রতি লড়বেন ৯৪ জন।
ভর্তি পরীক্ষার নিয়মাবলী:
ভর্তি পরীক্ষা ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৫৫ মিনিট। OMR পূরণের জন্য অতিরিক্ত ৫ মিনিট দেওয়া হবে। পরীক্ষার ফলাফল পরীক্ষার দিন রাতেই প্রকাশিত হবে অথবা কারিগরি ত্রুটির ক্ষেত্রে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে প্রকাশিত হবে।
‘সি১’ ইউনিটের ক্ষেত্রে:
এই ইউনিটভুক্ত বিভাগের শিক্ষার্থীদের MCQ পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর অর্জন করতে হবে।
পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (ju-admission.org) এবং সংশ্লিষ্ট ইউনিট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
কেকে/ এমএস