সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
দেশজুড়ে
নির্জন চরে ১০ ফিট গর্ত খুঁড়ে ২১ দিনের এতেকাফে রফিকুল
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৬:০২ পিএম
নির্জন চরে ১০ ফিট গর্ত খুঁড়ে এতেকাফে মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভী। ছবি: প্রতিনিধি

নির্জন চরে ১০ ফিট গর্ত খুঁড়ে এতেকাফে মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভী। ছবি: প্রতিনিধি

আল্লাহর সুদৃষ্টি পেতে এতেকাফে বসেন মুসলিম অনুসারী বহু বুজুর্গ। সাধনায় মনোনিবেশ করতে যুগে যুগে নির্জন স্থানকে বেছে নিয়েছেন অনেক সূফি-সাধক। জাগতিক সব লালসাকে এক পাশে রেখে মগ্ন হয়েছেন গভীর ধ্যানে। নিজেকে চিনতে এমনি নির্জন এক চরে দশ ফুট গর্ত খুঁড়ে এবার সাধনায় বসেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভী।

এক্ষেত্রে তিনি বেছে নিয়েছেন মেঘনা নদীতে জেগে ওঠা নতুন চরকে। এর একপাশে কুমিল্লা, অন্যপাশে নারায়ণগঞ্জ, আর আরেক দিকে ব্রাহ্মণবাড়িয়া। চরটিতে নেই কোনো মানুষের আনাগোনা। কোলাহলমুক্ত এ চরে টানা ২১ দিন গভীর ধ্যানে মগ্ন থাকার কথা জানিয়েছেন তিনি।

নিজেকে পাপাচার থেকে মুক্ত ও আত্মশুদ্ধি অর্জনের জন্য সাধনার অংশ হিসেবে ২১ দিন মৌনব্রত (কথা না বলা) পালন করবেন রফিকুল। এ সময় স্বজনদের সাথেও থাকবে না কোনো যোগাযোগ।

বুধবার (২৫ ডিসেম্বর) বাড়ি থেকে এ দ্বীপের উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সময় তাকে বিদায় জানায় এলাকাবাসী।

নির্জন এ দ্বীপে সাধনার বিষয়ে মোহাম্মদ রফিকুল বলেন, ‘আমি আমার মা ও এলাকাবাসীর দোয়া নিয়ে এই নির্জন জায়গায় এসেছি। এখানে আত্মশুদ্ধির উদ্দেশ্যে কোরআন-হাদিস মোতাবেক কিছু আমল করবো। এর বাইরে আমি যাবো না। এখান থেকে অর্জিত জ্ঞান আর বার্তা সবার কাছে পৌঁছে দিয়ে নবীপ্রেমে মানুষকে উদ্ধুদ্ধ করাটাই আমার মূল উদ্দেশ্যে।’

তিনি আরও বলেন, ‘সাধনাতেই সন্ধান মেলে অজানা কিছুর। সূফি-সাধকদের কাটানো জীবন নিজের ভেতর ধারণ করতেই এখানে আসা। কোলাহলমুক্ত থেকে কী থেকে আমার সৃষ্টি, কোথায় আমার যাত্রা, কী করা উচিত, জীবনের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক অনুধাবন, সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্ক, একাগ্রচিত্তে আল্লাহ ও নবীপ্রেমে মগ্ন হতেই এই দ্বীপযাত্রা। এর মধ্যদিয়ে অজানা কিছু জানতে চাই, আর জানাতে চাই।’

মোট ৬৩ দিন নির্জনতায় সাধনার এটি প্রথম পর্ব (২১ দিন) বলেও জানান তিনি।

স্থানীয়রা বলছেন, এমন নির্জন দ্বীপে সাপ, বিচ্ছু, শেয়ালসহ নানান রকমের ভয়ংকর প্রাণীর আক্রমণের সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি জায়গাটিকে বেছে নিয়েছেন। মনে বিশ্বাস আর সাহস না থাকলে এমনটি সম্ভব নয়। সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্ক অনুধাবন করতে না পারলে এখানে থাকাও সম্ভব নয়। এতে সফল হয়ে জীবনের এক ভিন্ন বার্তা দিয়ে সবাইকে নতুন জ্ঞানে সমৃদ্ধ করবেন বলে আশাবাদী আমরা।

বিষয়টি জানাজানি হবার পর অনেকেই আবার বাঁকা চোখেও দেখছেন। অনেকে মন্তব্য করছেন, নির্জনতা চাইলে তিনি মিডিয়াকে ডেকে এনে কেন নিজেকে এতোটা জাহির করছেন! প্রচার চাইছেন?

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   নির্জন চর   এতেকাফ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

যখন জনগণ জানে না, তখন গণভোট অর্থহীন
২০ জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস
অবৈধ্য অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি তৎপরতা চাই
বোদায় বিএনপির ৩১ দফা'র লিফলেট বিতরণ
ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close