কুমিল্লার মেঘনা উপজেলায় এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেঘনা থানা পুলিশ।
রোববার (১২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দড়িকান্দি (সেননগর সরকার বাড়ি) গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সোহাগ রানা (৩০) ওই এলাকার মোশাররফ হোসেনের ছেলে ।
পুলিশ জানায়, সোহাগ রানা দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিতভাবে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই মো. সুদীপ্ত শাহীন-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে এএসআই রাসেল মিয়া, সোহরাব হোসেন ও কনস্টেবল উত্তম কুমার রায় অংশ নেন।
এ বিষয়ে ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম খোলা কাগজকে বলেন, “গ্রেফতারকৃত সোহাগ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”
কেকে/বি