আলো ঝলমলে মুখে স্বপ্নের ঝিলিক কেউ রঙতুলি হাতে ব্যস্ত চিত্রাঙ্কনে, কেউ বল নিক্ষেপে দেখাচ্ছে প্রতিযোগিতার জোর, আর কেউ মঞ্চে বিতর্কে কণ্ঠ তুলছে আত্মবিশ্বাসের সুরে। এমনই উচ্ছ্বাসে বাগেরহাটে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় বাদাবন সংঘের আয়োজনে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল হল রুমে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য আয়োজন।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) বাগেরহাট জেলার সভাপতি সেখ সাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা আক্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোসনেয়ারা খাতুন, বাদাবন সংঘের জেলা সমন্বয়ক সুরাইয়া আক্তার, প্রোগ্রাম অফিসার নাইমা জাহান। প্রায় ৭০ জন কন্যা শিশু ও বাদাবন সংঘের স্বেচ্ছাসেবকরা অংশ নেয় অনুষ্ঠানে।
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী রাফিয়া আক্তার বলেন, আজকের এ আয়োজন আমাদের মেধা ও স্বপ্ন প্রকাশের সুযোগ দিয়েছে। আমরা চাই সমাজে মেয়েদের আরো সম্মান ও সুযোগ বাড়ুক।
শিক্ষার্থী সাবিহা সুলতানা বলে,আমরা সবাই একদিন সমাজের পরিবর্তনের অংশ হতে চাই। এমন আয়োজন আমাদের আত্মবিশ্বাসী করে তোলে।
কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোসেনেয়ারা খাতুন বলেন, এই ধরনের আয়োজন কন্যা শিশুদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়ায়। আমরা চাই প্রতিটি কন্যা শিক্ষিত হোক, নিজের অধিকার সম্পর্কে জানুক এবং সমাজে নেতৃত্ব দিক।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট জেলার সভাপতি সেখ সাকির হোসেন বলেন, কন্যা শিশুরা ভবিষ্যতের নেতৃত্বের প্রতীক। তাদের যুক্তিবোধ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে এমন আয়োজনের বিকল্প নেই। বাদাবন সংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বিতর্কে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন এবং বাদাবন সংঘ রানার্স আপ। সেরা বিতার্কিক বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল এর শিরিন ইসলাম।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কন্যা শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
কেকে/ এমএস