বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে : উপদেষ্টা ফরিদা      প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে ফোন রেজিস্ট্রেশন করতে হবে      এভারকেয়ারের পাশে সেনা-বিমান বাহিনীর মহড়ায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ      শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর      
খোলা মত ও সম্পাদকীয়
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সুসংহত মুদ্রানীতি জরুরি
সম্পাদকীয়
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২৬ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

উচ্চ সুদহার ও কম ঋণপ্রবাহ- এই দুই মিলেই একটি অর্থনীতিতে সবচেয়ে বিপজ্জনক অচলাবস্থা তৈরি হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, নীতিসংক্রান্ত সুদহার বাড়ার ফলে ঋণের খরচ বেড়েছে এবং একই সঙ্গে ব্যাংকগুলোর ঋণ বিতরণও ঐতিহাসিকভাবে কমে গেছে। ফলে ব্যবসা, উৎপাদন ও বিনিয়োগ- সব ক্ষেত্রেই স্থবিরতা দেখা দিচ্ছে। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘ সময় ধরে এই প্রবণতা চলতে থাকলে একটি দেশের শিল্প খাত দুর্বল হয়ে পড়ে এবং সামগ্রিক প্রবৃদ্ধির গতি মন্থর হয়।

সম্প্রতি সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ-জিইডি একনেকের সামনে একটি প্রতিবেদন উপস্থাপন করেছে ওই প্রতিবেদনে দেখানো হয়, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে ঋণপ্রবাহ দাঁড়িয়েছে ৬.২৯ শতাংশ, যা আগের মাসের ৬.৩৫ শতাংশ থেকে আরও কম। গত চার বছরে এটি সর্বনিম্ন স্তর এবং বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ঋণ লক্ষ্যমাত্রা ২০২৫ অর্থবছরের ৭.২ শতাংশের অনেক নিচে। অর্থনীতিবিদদের ভাষায়, এই নিম্নমুখী প্রবাহের অর্থ দাঁড়ায়, বিনিয়োগ কার্যত ‘ডেড জোনে’। দেশের ব্যাংকিং খাতে উচ্চ সুদের ফাঁদও এখন একটি ‘স্ট্রাকচারাল ব্যারিয়ার’। ২০২৫ সালের সর্বশেষ ছয় মাসের তথ্য দেখায়, বিদেশি ব্যাংকগুলোর স্প্রেড সবচেয়ে বেশি, আগস্টে যা দাঁড়ায় ৯.২২%, সেপ্টেম্বরেও ছিল ৮.৯৮%। এমনকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর স্প্রেডও এপ্রিলের ৫.৯৫% থেকে সেপ্টেম্বরে ৫.৭৪% নামলেও উচ্চই রয়ে গেছে। 

এ ধরনের উচ্চ স্প্রেডের পেছনে রয়েছে অব্যবস্থাপিত খেলাপি ঋণ (এনপিএল), পরিচালন ব্যয় বৃদ্ধি এবং বাজারের অতিরিক্ত ঘনত্ব, যেখানে কার্যকর প্রতিযোগিতার ঘাটতি থাকায় সুদের হার কমার পরিবেশ তৈরি হয় না। ফলে উচ্চ সুদের প্রথম অভিঘাত পড়ে বিনিয়োগের ওপর। ঋণ ব্যয়বহুল হওয়ায় উদ্যোক্তারা নতুন প্রকল্প শুরু করতে বা সম্প্রসারণ করতে অনাগ্রহী হয়ে ওঠেন। বহু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এসএমই সহজ শর্তের ঋণ না পাওয়ায় উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়। অন্যদিকে ব্যাংকগুলো খেলাপি ঋণ বা এনপিএল বৃদ্ধির কারণে ঝুঁকি গ্রহণ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে ঋণ পাওয়ার যোগ্য গ্রাহকরাও কাক্সিক্ষত সহায়তা পান না। এই অবস্থাকে অর্থনীতিবিদরা ‘ক্রেডিট ক্রাঞ্চ’ অর্থাৎ ঋণ সংকট- হিসেবে ব্যাখ্যা করেন।

ঋণ সংকট আরও গভীর হয় যখন মুদ্রানীতি কঠোর থাকে। সুদহার বাড়ানোর ফলে মূল্যস্ফীতি কমানো গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক চাপ পড়ে। এর ফলে শিল্পোৎপাদন কমে, আমদানি-নির্ভর খাতগুলো সংকুচিত হয় এবং ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ড দুর্বল হতে থাকে। এই পুরো প্রক্রিয়া একটি ‘বিষাক্ত চক্র’- উচ্চ সুদ → কম ঋণপ্রবাহ → কম বিনিয়োগ → মন্থর প্রবৃদ্ধি তৈরি করে, যা থেকে বের হওয়া কঠিন। 

তবে অর্থনীতিবিদরা বলছেন, সঠিক নীতি প্রয়োগ করলে এই অচলাবস্থা থেকে উত্তরণ সম্ভব। প্রথমত, নীতিসংক্রান্ত সুদহার দ্রুত নয়, বরং তথ্য-নির্ভর ধীর গতিতে কমাতে হবে, যাতে বাজারে আস্থার সংকট না তৈরি হয়। দ্বিতীয়ত, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দ্রুত শনাক্ত ও পুনর্গঠন করতে হবে, যাতে ব্যাংকগুলো আবার ঋণ দিতে সক্ষম হয়। তৃতীয়ত, এসএমই, কৃষি ও উৎপাদনমুখী খাতে লক্ষ্যভিত্তিক সাশ্রয়ী ঋণ সরবরাহ জরুরি- কারণ এই সেক্টরগুলোই কর্মসংস্থান ধরে রাখে। সঙ্গে নীতির স্বচ্ছতা ও সরকার-কেন্দ্রীয় ব্যাংকের স্পষ্ট যোগাযোগ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করে। সব মিলিয়ে, উচ্চ সুদহার এবং কম ঋণপ্রবাহ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে অর্থনীতি স্থবিরতা, বেকারত্ব ও নিম্ন প্রবৃদ্ধির দিকে ধাবিত হয়। বিপরীতে, সুসংগঠিত মুদ্রানীতি, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা এবং লক্ষ্যভিত্তিক ঋণসুবিধা অর্থনীতিকে আবার গতিশীল করে তুলতে পারে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হামজা-শমিতদের ম্যাচ থেকে ৪ কোটির বেশি আয় বাফুফের
পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে প্রার্থনা সভা
সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন টিআরসি'র আত্মপ্রকাশ
ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
বিএনপি নেতার পুকুরে বিষপ্রয়োগ

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close