বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে : উপদেষ্টা ফরিদা      প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে ফোন রেজিস্ট্রেশন করতে হবে      এভারকেয়ারের পাশে সেনা-বিমান বাহিনীর মহড়ায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ      শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর      
খোলা মত ও সম্পাদকীয়
বেড়েছে প্রকাশ্যে হত্যাকাণ্ড, জননিরাপত্তায় কঠোর তৎপরতা জরুরি
খোলা কাগজ
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯:০৭ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

দেশের প্রধান শহরগুলোতে আধিপত্য বিস্তারসহ নানা ইস্যুতে বেড়েই চলেছে প্রকাশ্যে হত্যাকাণ্ড। রোববার (৩০ নভেম্বর) খুলনা আদালতে হাজিরা দিতে আসা দুই আসামিকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা একটি মামলার আসামি হিসেবে হাজিরা দিয়ে আদালত থেকে বাইরে বের হওয়ার পরই একাধিক গুলির পর কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় অস্ত্রধারীরা। আদালতের মতো একটি নিরাপদ যায়গায়ও যখন প্রকাশ্যে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে তখন প্রশ্ন জাগে, সাধারণ মানুষ আসলে কোথায় নিরাপদ? 

দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি এতই নাজুক যে, গত ১০ মাসে খোদ রাজধানীতেই ১৯৮টির বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে প্রকাশ্যে গুলি করে বা কুপিয়ে। গত মাসের ১৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। এর আগে ১০ নভেম্বর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে মামুন নামের একজনকে ফিল্মি স্ট্যাইলে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

গত ১১ নভেম্বর মোহাম্মদপুরে পাওয়া যায় এক ছাত্রদল কর্মীর লাশ। এসব হত্যাকাণ্ডের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির গভীর সংকটকে স্পষ্ট করেছে। এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা শুধু ব্যক্তিগত টার্গেট নয়, বরং এটি রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের হত্যাকাণ্ড টার্গেট কিলিং কিনা প্রশ্ন রয়ে যায়। দেশে এ মুহূর্তে সবথেকে উদ্বেগের বিষয় হলো ‘টার্গেট কিলিং’। 

চট্টগ্রাম পুলিশের দেওয়া তথ্যানুয়ায়ী, খোদ চট্টগ্রামের রাউজানেই ৬টি টার্গেট কিলিং গ্রুপের সন্ধান পেয়েছে পুলিশ। যেখানে ৭ অক্টোবর হাটহাজারীর মদুনাঘাট ব্রিজের কাছে একদল লোক প্রাইভেট কার আটকে রাউজানের ব্যবসায়ী আবদুল হাকিমকে গুলি করে হত্যা করে। চালিতাতলীতে আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। বিগত কয়েক মাসের পরিসংখ্যান আমাদের এ চিত্রই দেখায়। 

গত ১৪ মাসে ৪০টির মতো হত্যাকাণ্ড ঘটেছে চট্টগ্রামে। এর মধ্যে রাউজান উপজেলাতেই ১৭টি। যার মধ্যে ১২টি রাজনৈতিক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। এ সংকটের ভেতর যে প্রশ্নটি জনমনে উদ্বেগের জন্ম দিচ্ছে সেটি হলো এসব হত্যাকাণ্ড কি টার্গেট কিলিং নাকি স্রেফ সাধারণ মামুলি খুন। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার মধ্যেও বাড়ছে এসব হত্যাকাণ্ডের ঘটনা। এসব হত্যাকাণ্ড আমাদের ৮০ ও ৯০ দশকের মহল্লাভিত্তিক গ্যাং কালচারের কথা মনে করিয়ে দেয়। দেশের মেগা সিটিগুলো মহল্লাভিত্তিক আধিপত্য বিস্তারের সেই পুরোনো খেলায় ফিরে গেলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

চট্টগ্রাম ও ঢাকার পর এবার খুলনাতেও সেই আধিপত্য বিস্তার নিয়ে গত ১৪ মাসে খুলনা সিটিতে কমপক্ষে ৪৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে আধিপত্য বিস্তার নিয়েই বেশি। পুলিশের ধারণা,  আদালত প্রাঙ্গণের এ হত্যাকাণ্ড পলাশ গ্রুপের সঙ্গে গ্রেনেড বাবু গ্রুপের বিরোধিতা থেকে ঘটেছে। নিহতরা পলাশ গ্রুপের সদস্য বলে তথ্য পাওয়া গেছে।

দেশের এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা জরুরি। জননিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। সন্ত্রাস দমনে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে একযোগে কাজ করতে হবে। নয়তো মহল্লাভিত্তিক এ গ্যাং সংস্কৃতি দেশ ও দেশের মানুষকে গভীর নিরাপত্তা সংকটে ফেলবে।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  প্রকাশ্যে হত্যাকাণ্ড   জননিরাপত্তা   তৎপরতা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হামজা-শমিতদের ম্যাচ থেকে ৪ কোটির বেশি আয় বাফুফের
পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে প্রার্থনা সভা
সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন টিআরসি'র আত্মপ্রকাশ
ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
বিএনপি নেতার পুকুরে বিষপ্রয়োগ

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close