বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ      হংকংয়ে একাধিক আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪      
গণমাধ্যম
কেক কেটে রূপালী বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ”–স্লোগানে ১ বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক রূপালী বাংলাদেশ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে কেককাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। পরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।

দিনের শুরুতে সবাইকে নিয়ে কেক কাটেন ভাইয়া গ্রুপের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী রাসেল। এসময় দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী, প্রধান সম্পাদক করিম আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান, যুগ্ম সম্পাদক মাইনুল হক ভুঁইয়া, বার্তা সম্পাদক এসআই শরীফ, জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং মো. গিয়াস উদ্দিন ইমন উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ডিরেক্টর মিজানুর রহমান, ডিরেক্টর সুজাউল হাসান, হেড অব এইচআর মাহফুজুল ইসলাম চৌধুরী, ডিজিএম মাহতাব উদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ আলী, ডেপুটি ডিরেক্টর মুহাম্মাদ ফরহাদ উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

এর আগে নবযাত্রার এক বছর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান ভাইয়া গ্রুপের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী রাসেল। তিনি বলেন, “যেটুকু আশা করেছিলাম একবছরে তার চেয়ে বেশি এগিয়েছে রূপালী বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন সাংবাদিকতা হিসেবে রূপালী বাংলাদেশ যেন দেশে একটা স্থান দখল করতে পারে সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। এমন মাহেন্দ্রক্ষণে আমি দেশের সকল জেলার প্রতিনিধি, দেশ-বিদেশের সকল দর্শক, বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রথম বছর অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি।”

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী। তিনি বলেন, “আমরা সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর। এখন থেকে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল, সবার আগে সকল সংবাদ পাঠকদের কাছে পৌঁছাতে রূপালী বাংলাদেশ পরিবার আরও গতিশীলতা নিয়ে কাজ করবে।”

পত্রিকাটির প্রধান সম্পাদক করিম আহমদ বলেন, “আজকের এই শুভ সন্ধিক্ষণে সবাইকে ধন্যবাদ। জনসচেতনতা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সত্য তথ্যের নির্মোহ প্রবাহ নিশ্চিতে রূপালী বাংলাদেশ একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আগামীতে দেশের অনেক বড় বড় সমস্যা ও সত্য ঘটনা রূপালী বাংলাদেশের মাধ্যমে প্রকাশ পাবে এ আশাবাদ ব্যক্ত করছি।”

অনুষ্ঠানে দৈনিক রূপালী বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান রূপালী বাংলাদেশকে সাফল্যের শীর্ষে পৌঁছানোর অঙ্গিকার ব্যক্ত করেন। তরুণ সহকর্মীদের সঙ্গে নিয়ে রূপালী বাংলাদেশ আগামীতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বার্তা সম্পাদক এসআই শরীফ।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  রূপালী বাংলাদেশ   বর্ষপূর্তি   উদযাপন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

একান্নবর্তী ভাঙছে, কৃষি জমি কমছে
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
গোয়ালন্দে ফেরি থেকে জুয়ারি চক্র আটক
দারিদ্র্য বৃদ্ধির আশঙ্কা, নীতি সংস্কারে জোর দিন

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বিএনপির মহাসমাবেশে লাখো মানুষের ঢল
চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বিএনপি'র প্রার্থী পরিবর্তনের দাবীতে ফটিকছড়িতে মশাল মিছিল
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
বেনাপোলে বিজিবি'র অভিযান, চোরাচালান পণ্যসহ আটক ২

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close