ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ রিপোর্টার শাখাওয়াত প্রিন্স। ‘এ কোম্পানি উইথ এ টেবল, টু চেয়ারস ইভেন গট ক্রোরস অফ লোড : হাউ আইএফআইসি ওয়াস ফ্লিসড অফ টাকা ৭,১২৯ ক্রোরস’ শিরোনামে প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান।
তিনি আর্থিক খাত (ব্যাংক, বিমা, পুঁজিবাজার) ক্যাটাগরিতে যৌথভাবে বেস্ট রিপোর্টার হিসেবে বিজয়ী হন।
রোববার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রিন্সের হাতে তুলে দেওয়া হয় ‘নগদ-ডিআরইউ-বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, নগদ’র চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী ও প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’-এ ২৪টি বিভাগে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে। এর মধ্যে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত প্রকাশিত ও সম্প্রচারিত বিপুল সংখ্যক আবেদন থেকে বাছাই করা হয় সেরা ২৬টি প্রতিবেদন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরিবোর্ডের প্রধান শামসুল হক জাহিদ। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ ও আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
পুরস্কারের জন্য গঠিত ১০ সদস্যের জুরি বোর্ডের সভাপতিত্ব করেন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।
কেকে/এমএ