শারদীয় দুর্গোৎসবের ছুটিতেও থেমে থাকেনি দেশের গণমাধ্যমকর্মীদের কর্মযজ্ঞ। পূজা মণ্ডপ থেকে শুরু করে রাজধানী ও জেলা শহরের সংবাদকেন্দ্রগুলোতে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন প্রতিদিনের মতোই।
বৃহৎ আয়োজনের পাশাপাশি পূজা ঘিরে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতির খবর সংগ্রহে ব্যস্ত সময় পার করেছেন সংবাদকর্মীরা। প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক—সব ধরনের মাধ্যমেই পাঠক ও দর্শকদের জন্য সময়োপযোগী সংবাদ পরিবেশনে নিরলস পরিশ্রম করছেন তারা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দের মধ্যেও দেশের গণমাধ্যম অফিসগুলোতে থেমে নেই কাজের গতি। খোলা কাগজের নিউজরুম, সম্পাদকীয় ডেস্ক এবং প্রিন্ট-অনলাইন বিভাগগুলোতে কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। উৎসবের রঙিন আবহাওয়া অফিসের ভেতরেও বিরাজ করছে, তবে সেটি যেন তাদের পেশাগত দায়িত্বকে কমিয়ে দেয়নি। এক পাশে প্রিন্ট রিপোর্টাররা খবর যাচাই করছেন, অন্যদিকে অনলাইন ডেস্কে সংবাদ আপডেট হচ্ছে প্রতি মুহূর্তেই। এমন দৃশ্য প্রমাণ করে, উৎসবের আনন্দও অফিসের কাজের সঙ্গে মিশে যাচ্ছে।
খোলা কাগজের এক সাব-এডিটর বলেন, “ছুটি আমাদের জন্য আনন্দের হলেও সংবাদকর্মীদের কাজ থেমে থাকে না। পাঠকের কাছে সময়মতো সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।”
নিউজ রুমে কর্মরত এক প্রতিবেদক বলেন, “অনেকে যখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন, আমরা তখনও রিপোর্টিংয়ের মাঠে ছুটে বেড়াচ্ছি। পাঠক-দর্শকদের আস্থা ধরে রাখার জন্য এটাই আমাদের অঙ্গীকার।”
ডেস্কে কর্মরত আরেক সহকর্মী বলেন, “ছুটির দিনগুলোতে কাজের চাপ কিছুটা বাড়ে। কারণ তখন জনবল কম থাকে। তবে পাঠকদের জন্য সময়মতো নিউজ রেডি করতে পারাটাই আমাদের সন্তুষ্টি।”
এদিকে উৎসবের আমেজ আর কর্মব্যস্ততার এই সমন্বয়ই প্রমাণ করে—সংবাদমাধ্যম কেবল খবরের কাগজ নয় বরং সমাজের প্রতিদিনের আয়না।
কেকে/ আরআই