আগামী এক মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চূড়ান্ত হচ্ছে জানিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, ‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, ঐক্যবদ্ধ না থাকলে সমাধান হবে না। বিভাজন নিয়ে এগিয়ে যাওয়া যাবে না।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কর্মশালায় আব্দুল হাকিম আরও বলেন, ‘আপনার অধিকার সম্পর্কে আপনাকেই সচেতন হতে হবে। সচেতন না হলে অধিকারবঞ্চিত হবেন। কারণ, অধিকার সম্পর্কে অচেতন মানুষকে আইনও সহায়তা করতে পারে না।’
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসেন, নাঈমা ইসলাম।
বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।
কেকে/ এমএ