আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজারহাট উপজেলা শহরের অলিগলিতে মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।
বুধবার (২৬ নভেম্বর) তিনি এ প্রচারণা চালান।
এরআগে মঙ্গলবার বিকেলে গণসংযোগ শেষে রাজারহাট উপজেলায় কর্মরত নির্মাণ শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যানন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, বাংলাদেশ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজানসহ অন্যান্যরা।
রাজারহাট উপজেলা শহরে দুইদিনের গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান, সদস্য সচিব রুবেল চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইউপি সদস্য নুর জামাল সরকার, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।
কেকে/ আরআই