মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুরাতন কাপড় ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রিয়াদ আবেদীন মন্টু সভাপতি ও শাহজাহান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রিয়াদ আবেদীন মন্টু। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মো. শাহ আলম তালুকদার। তিনি পেয়েছেন ৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মো. আব্দুল আজিজ। তিনি পেয়েছেন ৪২ ভোট।
সিনিয়র সহ-সভাপতি বিজয়ী হয়েছেন রতন দেবনাথ। তিনি পেয়েছেন ৬৬ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মো. আল আমিন তালুকদার। তিনি পেয়েছেন ৫২ ভোট। তাদের নিকটতম তাদের নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. জিলানী পেয়েছেন ৫০ এবং মো. রুহুল আমিন পেয়েছেন ৩২ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মোশারফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক পদে ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. রিফাদ মিয়া, প্রচার সম্পাদক পদে ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. হাসান মোল্লা, কোষাধ্যক্ষ পদে ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ইমরান হোসেন এবং দপ্তর সম্পাদক পদে ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওমর ফারুক।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ এবং নির্বাচন কমিশনার ছিলেন ব্যবসায়ী হানিফ মিয়া, আব্দুস শহিদ, মাওলানা আয়েত আলী এবং সাংবাদিক-লেখক এহসান বিন মুজাহির।
ভোট গ্রহণ ও গণনা শেষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন তাঁদের বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২০ জন, মোট প্রার্থী ছিলেন ২০ জন। এর মধ্যে ৯টি পদে নির্বাচিত হন ১০ জন।
কেকে/লআ