বান্দরবানে প্রত্যাগত বম পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
বুধবার (২৬ নভেম্বর) সকালে বান্দরবান সেনা জোনের আয়োজনে সেনা জোন প্রাঙ্গনে সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্থান থেকে প্রত্যাগত বিভিন্ন বম পাড়ার ২৪টি পরিবারে সদস্যদের মাঝে চাউল, ডাল, লবন, তেল, আলু ও পেয়াজসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
এই সময় বিভিন্ন বম পরিবারের সদস্যরা এই মানবিক সহায়তা গ্রহণ করেন এবং এই ধরণের মানবিক আয়োজনকে স্বাগত জানান।
এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পার্বত্য এলাকায় নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে আর এরই পাশাপাশি শান্তি, সম্প্রীতি আর উন্নয়নে সেনাবাহিনীর কর্মকান্ড অব্যাহত রয়েছে।
যে সকল বম জনগোষ্ঠীর সদস্যরা পার্বত্য এলাকার আঞ্চলিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অত্যাচারে বান্দরবানের বিভিন্ন পাড়া থেকে পালিয়ে বিভিন্নস্থানে সরে গেছে, তারা কালবিলম্ব না করে দ্রুত নিজ নিজ গ্রামে ফেরত আসার আহ্বান জানান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সকল বম জনগোষ্ঠীকে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন এই জোন কমান্ডার।
মানবিক সহায়তা প্রদানকালে সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এএসএম মাইদুল ইসলাম, বম পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত. গত কয়েক বছর ধরে পার্বত্য এলাকার আঞ্চলিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অত্যাচারে বান্দরবানের বিভিন্ন পাড়া থেকে অসংখ্য বম পরিবার পালিয়ে বিভিন্নস্থানে চলে যায়, পরে সেনাবাহিনীর সহযোগীতা ও নিরাপত্তার মধ্যে পালিয়ে যাওয়া বম পরিবারগুলো ধীরে ধীরে নিজ নিজ বাসস্থানে ফেরত আসছে।
কেকে/বি