বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
খোলাকাগজ স্পেশাল
চোরাগুপ্তা হামলায় শেষ আ.লীগের লকডাউন
শিপার মাহমুদ
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:১৭ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

চোরাগুপ্তা হামলায় শেষ হলো- কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’। এ কর্মসূচিকে ঘিরে গত বুধবার রাত থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণসহ নানা তৎপরতা চালিয়েছে দলটির কর্মী-সমর্থকরা।  

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লকডাউন’ কর্মসূচির প্রচার শুরু করে দলটির নেতারা। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এক ভিডিও বার্তায় ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ এবং ১৩ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে ‘লকডাউন’ পালনের আহ্বান জানান।

এরপরই সরকারের পক্ষ থেকে এসব কর্মসূচিকে ‘অবৈধ ও উসকানিমূলক’ আখ্যা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীতে তৎপরতা বাড়ায়। আওয়ামী লীগ ঘোষিত এ কর্মসূচি ঠেকাতে রাজধানীর মোড়ে মোড়ে কঠোর অবস্থান নেয় বিএনপি-জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলো। 

গারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে- গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জ এবং শরীয়তপুরে অন্তত সাতটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, ঢাকাসহ পাঁচ জেলায় অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকার দুই স্থানে দুটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের সামনে পল্লবী থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত পৌনে তিনটায় কমলাপুর রেলস্টেশনের সামনে থাকা একটি হিউম্যান হলার-লেগুনায় আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিভিয়ে ফেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের বাসাইলেরও বড়াইখোলায় একটি থেমে থাকা বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে আগুন নেভানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মকর্তা খালেদ জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ এবং একটি পাজেরো গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব আগুন পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনেন।

এ ছাড়া শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে সকাল ছয়টায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ারা সার্ভিসের কর্মকর্তা খালেদ জানান, নাওডোবা গোলচত্বরে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় আড়াই ঘণ্টা পরে সেতুতে যান চলাচল শুরু হয়। 

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ওই জেলার আখাউড়া-চিনাইর সড়কের পাশে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম। তবে এতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আধা ঘণ্টার জন্য ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল বলেও জানান তিনি।

আগুন দেওয়ার এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এবং ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি আধা ঘণ্টা ব্রাক্ষণবাড়িয়া রেলস্টেশনে আটকা পড়ে। আগুন নেভানোর পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে। গতকাল বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার এ সংস্কৃতি যে আওয়ামী লীগের তা আবারও প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। নানা কর্মসূচি ও বিভ্রান্তমূলক কথাবার্তা দিয়ে গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করা হলে, ৫ আগস্টের পরাজিত শক্তি সফল হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেফতার : রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ৪৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ৪৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close