বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
খোলাকাগজ স্পেশাল
পদ্মার চরে কাঁকন বাহিনীর আতঙ্ক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:২৮ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

পদ্মা নদীর বিস্তীর্ণ চর এলাকায় কাঁকন বাহিনীর সশস্ত্র হামলার ভয়ে আতঙ্কে রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছে এলাকাবাসী। অনেকেই পরিবারসহ গ্রামছাড়া হয়েছে। নিরাপত্তা সংকটের কারণে পদ্মার চরে প্রায় হাজার বিঘা জমির চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যা স্থানীয় কৃষকদের জীবন-জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও নজরে এসেছে। তারা গতকাল রোববার পদ্মা নদীর বিস্তীর্ণ চর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত অপরাধী চক্র কাঁকন  বাহিনীর ২১ সদস্যকে গ্রেফতার করেছে। অপারেশন ফার্স্ট লাইট নামের এই অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রাজশাহী, নাটোর, পাবনা এবং কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। 

দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নাটোরের লালপুর, রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর, ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে কাঁকন  বাহিনীর সদস্যদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। 

ডিআইজি শাহজাহান জানান, গ্রেফতারকৃত ২১ জনের কাছ থেকে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু দেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে প্রায় ১২০০ সদস্য অংশ নেন। কাঁকন  বাহিনীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি এবং চরের বালু ও ফসল লুটের মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে এই বাহিনীর গুলিতে তিন জন কৃষক নিহত হয়। এ ঘটনার প্রশাসনের টনক নড়ে বলে মনে করা হচ্ছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকালে ডিআইজি কার্যালয়ে সংবাদ ব্রিফিং করছিলেন ডিআইজি। 

এদিকে পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে ত্রিমুখী খুনের ঘটনার পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীর বাঘা উপজেলার নিচখানপুর গ্রামে তীব্র আতঙ্ক বিরাজ করছে। কাঁকন  বাহিনীর সশস্ত্র হামলার ভয়ে অনেক পরিবার গ্রামছাড়া হয়েছে এবং নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী। নিরাপত্তা অভাবে পদ্মার চরে প্রায় হাজার বিঘা জমির চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যা মারাত্মক প্রভাব ফেলছে কৃষকদের জীবন-জীবিকার ওপর। বুধবার (৫ নভেম্বর) নিচখানপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বললে এই ভয়াবহ পরিস্থিতির চিত্র ফুটে ওঠে। 

আতঙ্কের কারণে অনেকেই গণমাধ্যমের সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন। গ্রামের দোকানপাট প্রায় ক্রেতাশূন্য, থমথমে পরিবেশ বিরাজ করছে। মুদি দোকানি আমিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে মানুষের মনে ভয় ঢুকে গেছে। আবার কখন হামলা হয়, এই আশঙ্কায় কেউ ঘর থেকে বের হতে চায় না।

গত ২৭ অক্টোবর দুপুরে নিচখানপুর গ্রামের নাজমুল মন্ডল ও আমান মন্ডলকে গুলি করে হত্যা করা হয়। এর পরদিন ২৮ অক্টোবর ঘটনাস্থলের কাছ থেকে লিটন নামের আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়, যার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও মূল হোতারা এখনো অধরা।

নিহত নাজমুলের স্ত্রী সামেনা খাতুন দুই শিশু সন্তানকে কোলে নিয়ে বিলাপ করতে করতে বলেন, আমার স্বামী তো কোনো অপরাধ করেনি। চরে একজনকে গুলি করা হয়েছে শুনে তাকে বাঁচাতে গিয়েছিল, সেখানেই তাকে গুলি করে মারা হলো। আমার ছোট ছোট মেয়েরা সারাক্ষণ বাবাকে খোঁজে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

একই ঘটনায় গুলিবিদ্ধ মুনতাজ মন্ডলের অবস্থা আশঙ্কাজনক। তার স্ত্রী নার্গিস বেগম জানান, তার স্বামীর শরীরে গুলি লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কুষ্টিয়া সংলগ্ন হবির চরে প্রায় ১ হাজার বিঘা জমিতে ধান, গম, ভুট্টা, বাদাম এবং বিভিন্ন ডাল জাতীয় ফসলের আবাদ হয়, যার ওপর নিচখানপুরবাসী নির্ভরশীল। কিন্তু গোলাগুলির ঘটনার পর থেকে ভয়ে কেউ চরে যাচ্ছে না। ফলে হাজার হাজার বিঘা জমি অনাবাদি পড়ে আছে।

ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন, কাঁকন  বাহিনী গণমাধ্যমে কথা বলার কারণে অনেককে টিকটকে মেসেজ পাঠিয়ে হুমকি দিচ্ছে। এ ভয়ে অনেকেই মুখ ঢেকে কথা বলছেন। বানেরা বেগম নামে এক নারী বলেন, ওরা (কাঁকন  বাহিনী) যদি মুখ চিনে রাখে, তাহলে আমার স্বামী-সন্তানের ওপর হামলা করবে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানিয়েছেন, গ্রামবাসীরা নিরাপত্তাহীনতার কথা জানালে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলাইমান বলেন, এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি কাঁকন বাহিনীর সদস্য বলে জানা গেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে একজন গ্রেফতার হলেও নিচখানপুরবাসীর আতঙ্ক কাটছে না। হামলা ও হুমকির মুখে তাদের স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close