বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
খোলাকাগজ স্পেশাল
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে জামায়াত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৪৯ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮টি রাজনৈতিক দল। গত বৃহস্পতিবার থেকে এই আন্দোলনে নেমেছে দলগুলো। আন্দোলন থাকা অন্য দলগুলো হচ্ছে- খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এর আগেও বিভিন্ন দাবিতে দলগুলোকে একসঙ্গে আন্দোলন করতে দেখা গেছে। তবে দলগুলোর এই দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে দেশর প্রধান রাজনৈতিক দল বিএনপি। 

গত বৃহস্পতিবার এই ৫ দফা দাবি সংবলিত প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপিও জমা দিয়েছে দলগুলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের পক্ষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এই স্মারকলিপি গ্রহণ করেছেন। স্মারকলিপি জমা দেওয়ার পর একটি সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা আটটি রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। রাজনৈতিক সংকট নিরসনে আমরা সরকারকে আন্তরিকভাবে সকল ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি।’  

এ সময় হুঁশিয়ারি দিয়ে জামায়াতের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘দাবি পূরণ না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে।’ 

পরওয়ার বলেন, ‘১১ নভেম্বর রাজধানীর মহাসমাবেশ লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হওয়ার আগে আপনারা (অন্তর্বর্তী সরকার) আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাইয়ের গণ-আকাক্সক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন।’

এ ছাড়া জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হতে হবে।’ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যাপারে আপনারা চালাকি শুরু করেছেন। আপনাদের চালাকি আমরা বুঝি। সময়ক্ষেপণ আপনাদের বিপদে ফেলবে। আমরা এখন নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। সোজা আঙুলে ঘি না উঠলে, আমরা আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। নো হাংকি-পাংকি।’

গণভোটের অর্থ সংকুলানের ব্যপারে তাহের বলেন, ‘এক দিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে একটি গণভোট করা যায়।’

এদিকে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা-পূর্ববর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।
শোভাযাত্রার আগে সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে। তারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।

গণভোট জাতীয় নির্বাচনের দিনই হতে হবে, বিএনপির এই মত তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দুটি ভোট একসঙ্গে করতে গেলে অনেক টাকা খরচ হবে। যারা নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, তারা এর মাধ্যমে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি স্পষ্ট করে জানিয়েছে যে গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তা না হলে দেশের জনগণ সেটি মানবে না।
সমাবেশ শেষে বিএনপির মহাসচিবের নেতৃত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। সেটি কাকরাইল থেকে মালিবাগ, মগবাজার, বাংলামোটর হয়ে কারওয়ানবাজার মোড়ে এসে শেষ হয়।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বানচাল   ষড়যন্ত্র   জামায়াত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close