“জ্বালানি রূপান্তরে সুবিচার চাই” প্রতিপাদ্যে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘ইউথ পার্লামেন্ট অন জাস্ট এনার্জি ট্রানজিশন’ শীর্ষক দুই দিনব্যাপী সংসদীয় অধিবেশনে অংশ নেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মুজাফফর চৌধুরী মিলনায়তনে সকাল সাড়ে ৮টায় এ অনুষ্ঠানের উদ্বোধন হয়।
জাতীয় সংগীত পরিবেশন ও ২৪ জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেয় গণ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) এবং সাংবাদিক সমিতি- গবিসাস’র সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন, ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম, ক্যাবের সভাপতি শফিকুজ্জামান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।
৮টি সেশনে বিভক্ত এ অধিবেশনে প্যারিস চুক্তির আলোকে ন্যায্য জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি, ভোক্তা অধিকার, অর্থনৈতিক প্রভাব ও জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “জ্বালানি খাত উন্নত না হলে দেশের অর্থনীতি টেকসই হবে না। হঠাৎ জ্বালানির দাম বৃদ্ধি জনজীবনে সংকট সৃষ্টি করে। এই পরিস্থিতি মোকাবিলায় সুসংহত নীতিমালা ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া জরুরি।”
ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম বলেন, “জ্বালানি ব্যবহারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ। বিশেষ বিধান আইন সংশোধনের পর জ্বালানির দাম নির্ধারণে অস্বচ্ছতা বেড়েছে, ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জ্বালানি শুধু বাণিজ্যিক পণ্য নয়, এটি একটি মৌলিক মানবাধিকার।”
ক্যাব’র সভাপতি শফিকুজ্জামান বলেন, “রাষ্ট্রই জ্বালানির প্রকৃত মালিক, জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ছাড়া ন্যায্য জ্বালানি সরবরাহ সম্ভব নয়। লোডশেডিং ও গ্যাস- সংকট অনেক ক্ষেত্রে দুর্নীতির ফল।”
গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক মোছা. রাফিয়া তাসনিম রিতি বলেন, “এই সেমিনার শুধু আলোচনা নয়, বরং যুবসমাজকে জ্বালানি নীতিনির্ধারণ আলোচনার মূলধারায় আনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। স্বচ্ছতা, সুশাসন ও তরুণদের অংশগ্রহণ ছাড়া জাস্ট এনার্জি ট্রানজিশন সম্ভব নয়। ভবিষ্যতে ক্যাব-এর সঙ্গে যৌথ উদ্যোগে গণ বিশ্ববিদ্যালয়েই এ ধরনের সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
কেকে/ আরআই