দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনের সনদপত্র স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসানসহ বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এছাড়া সনদপত্র প্রস্তুত উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ মো. মোবারক হোসেন, সদস্য সচিব প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজসহ সংশ্লিষ্ট সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। এতে অংশ নিতে ৮ হাজার ৩৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। সমাবর্তনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
কেকে/ আরআই