রোববার, ২ নভেম্বর ২০২৫,
১৮ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ২ নভেম্বর ২০২৫
শিরোনাম: জামায়াতের সুর এনসিপির কণ্ঠে      সরকারকে আর ছাড় দেবে না বিএনপি      সরকারের টাকায় নিজস্ব বাহিনী গড়ছেন আসিফ      আবারও বাড়লো স্বর্ণের দাম      আজকের আলোচিত ছয় সংবাদ      গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয় : ইসরায়েল      জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বিএনপি আমাদের বিরোধিতা করেছিল      
প্রিয় ক্যাম্পাস
বাবা মাকে কৃষক-গৃহিণী বানিয়ে হলে সিট নিলেন জবি ছাত্রী
জবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম আপডেট: ০১.১১.২০২৫ ৬:৪১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পেশায় বাবা-মা দুইজনই শিক্ষক। কিন্তু ছাত্রী হলে সিট নেয়ার জন্য শিক্ষক বাবাকে বানালেন কৃষক, মাকে বানালেন গৃহিণী। মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে ছাত্রী হলে সিট নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিয়া চৌধুরী।

হলে সিটের জন্য আবেদন ফরম যাচাই-বাছাই ও ওই শিক্ষার্থীর এলাকায় খোঁজ নিয়ে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হলের আবেদন ফরমে দেখা যায়, ওই ছাত্রীর বাবার নাম হান্নান চৌধুরী। পেশার স্থানে বাবার পরিচয় দেন কৃষক। অন্যদিকে মায়ের নাম সাদিয়া নওশীন। ফরমে মায়ের পরিচয় দেন গৃহিনী হিসেবে। বাবার বার্ষিক আয় দেন মাত্র ৮০ হাজার টাকা। মায়ের বার্ষিক কোনো আয় নেই বলে উল্লেখ করেন। এছাড়া ঢাকায় স্থানীয় অভিভাবকের স্থানে ভাই হিসেবে পরিচয় দেন রুবেল হোসেনকে। তার পেশা উল্লেখ করা হয় ব্যবসায়ী।

তবে ওই ছাত্রীর এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, বাবা হান্নান চৌধুরী পেশায় একজন শিক্ষক। তিনি রাজবাড়ীর গোয়ালন্দের ভাকলা স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক। সম্প্রতি তিনি অবসরে গেছেন। তবে শিক্ষকতার মূল বেতনের সমপরিমাণের ৬-৭ বছরের ওপর পেনশন পাবেন। এছাড়া মা সাদিয়া নওশীন রাজবাড়ীর গোয়ালন্দের বরাটে অবস্থিত চৌধুরী মাহবুব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক। শিক্ষক হিসেবে মায়ের বার্ষিক আয় আড়াই লাখ টাকার ওপরে। কিন্তু হলে উঠতে কৃষক হিসেবে শুধু বাবার বার্ষিক আয় ৮০ হাজার টাকা উল্লেখ করেছেন এই ছাত্রী।

অন্যদিকে জানা গেছে, রুবেল হোসেনকে ভাই পরিচয় দিলেও সম্পর্কে তিনি দুলাভাই। ফরমে দেয়া তথ্যে তিনি ব্যবসায়ী নয় বরং তিনি বিসিএস শিক্ষা ক্যাডারে গোপালগঞ্জের রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজে কর্মরত আছেন। এ চাকরির আগে তিনি সহকারী সিকিউরিটি অফিসার হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারী চাকরিতে কর্মরত ছিলেন। হলে সিট নিতে ফরম পূরণের সময় চাকুরীজীবি দুলাভাইকেও ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করেন নাট্যকলার ছাত্রী দিয়া।

এছাড়া দিয়া চৌধুরীর স্বামী রয়েছেন বলে জানা গেছে। শাকিল আহমেদ নামে তার স্বামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১৩ ব্যাচের ছাত্র। তার স্বামী বর্তমানে সিটি ব্যাংকে (গুলশান-১ শাখায়) চাকরি করেন। তবে পরিচয়টি গোপন রেখে ক্যাম্পাসে শাকিলকে বড় ভাই হিসেবে পরিচয় দেন এই ছাত্রী।

এদিকে দিয়ার বন্ধু-বান্ধবী ও রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণের কয়েকজন শিক্ষার্থী জানান, দিয়া সবাইকে রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি কাজী কেরামত আলীর ঘনিষ্ট আত্মীয় বলে পরিচয় দেন। এলাকায় চৌধুরী পরিবার হিসেবে তাদের নামডাক রয়েছে।

এদিকে বিষয়টি স্বীকার করে দিয়া চৌধুরী বলেন, “হ্যাঁ, আমার বাবা-মা দুজনেই শিক্ষক। প্রথমবার আমি কৃষক গৃহিনী পরিচয় দিয়েই আবেদন করি কিন্তু হয়নি। পরেরবার সঠিক তথ্য দিয়ে আবেদন করেছি।” তবে পরবর্তী আবেদনের কপি প্রতিবেদকের কাছে আসে এবং সেখানে কৃষক-গৃহিণী পরিচয় দেয়া আছে জানালে ওই ছাত্রী মিথ্যা তথ্য দেয়ার বিষয়টি স্বীকার করেন।

জবির নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনজুম আরা উর্মি বলেন, নাট্যকলার ছাত্রী দিয়া চৌধুরীকে এবছর হলে সিট দেয়া হয়। হলের আবেদন ফরমে সে বাবা কৃষক ও মা গৃহিনী পরিচয় দেয়। তার নামের সাথে চৌধুরী থাকায় বিভিন্ন বিষয়ে জানতে চাই। কিন্তু সে এটি শুধুমাত্র তার বংশীয় পদবী বলে জানায়। বাবা কৃষক আর মা গৃহিণী জানিয়ে অসহায়ত্ব প্রকাশ করে। ভাইবা মূল্যায়ন নোটেও সেটা লেখা আছে। পোশাক দেখেও নিডি মনে হয়েছে।

তিনি আরও বলেন, জেলায় জেলায় গিয়ে সবকিছু যাচাই বাছাই করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে বাবা-মায়ের পরিচয় ও পারিবারিক আর্থিক তথ্য মিথ্যা হলে এটি গুরুতর অপরাধ। হলের আমার দরজায় লেখা আছে মিথ্যা তথ্য দিলে শাস্তিমূলক ব্যবস্থা। আমরা তদন্ত করে বিষয়টির সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  জবি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টি-টোয়েন্টিকে বিদায় জানালেন উইলিয়ামসন
তারাগঞ্জে জমি নিয়ে বিরোধ, নিহত ১
যুদ্ধবিরতি হলেও গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল
জামায়াতের সুর এনসিপির কণ্ঠে
গাকৃবি নেতৃত্বে ৯টি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

সর্বাধিক পঠিত

সরকারের টাকায় নিজস্ব বাহিনী গড়ছেন আসিফ
বাঞ্ছারামপুরে বেড়েছে ছিঁচকে চোরের উৎপাত, আতঙ্কে শহরবাসী
আঁওড়া উচ্চ বিদ্যালয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের নিয়োগ জালিয়াতি ফাঁস
তারেক রহমানের নেতৃত্বের পুনরুত্থান ও প্রত্যাবর্তন
ফটিকছড়িতে বন্দুক উদ্ধার করে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close