বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার আলোকে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আল মুজাহিদ মল্লিক।
সভায় মুজাহিদ মল্লিক বলেন, “শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। কিন্তু, দুঃখজনকভাবে বর্তমান সরকার শিক্ষাকে দলীয় প্রভাবে নিয়ন্ত্রণ করছে। শিক্ষক সমাজ আজ অবমূল্যায়নের শিকার। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখায় শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে যুগোপযোগী ও ন্যায়ভিত্তিক কাঠামো গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষক সমাজকে যথাযথ মর্যাদা ও সুবিধা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আজকের প্রাথমিক শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। আপনারা যদি সঠিক দিকনির্দেশনা দেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে। বিএনপি সবসময় শিক্ষার মানোন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।”
সভায় অন্য বক্তারা বলেন, ‘৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনসহ প্রতিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।’
কেকে/এমএ