গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ২০ জন মেধাবী শিক্ষার্থী মর্যাদাপূর্ণ জাপানভিত্তিক ন্যাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে বৃত্তির চেক বিতরণ করার হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মুস্তাফিজুর রহমান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।
প্রতি শিক্ষার্থী তিন বছরের জন্য বছরে ৩৭ হাজার টাকা করে এই বৃত্তি পাবেন। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই কৃষি ও বন ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা ও অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আফরাদ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে জিকেএম মুস্তাফিজুর রহমান বলেন, “শিক্ষার্থীদের এই অর্জন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। এটি প্রমাণ করে- আমরা শুধু তাত্ত্বিক জ্ঞানে নয়, বাস্তবভিত্তিক গবেষণা ও পরিবেশ সংরক্ষণেও অগ্রণী ভূমিকা রাখছি।”
তিনি শিক্ষার্থীদের টেকসই ভবিষ্যতের জন্য পরিবেশ রক্ষায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বলে রাখা ভাল, জাপানভিত্তিক বেসরকারি সংস্থা ন্যাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ সংরক্ষণ ও গবেষণা কার্যক্রমে সহায়তা করে আসছে। সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে পরিবেশ বিষয়ক সেমিনার, গবেষণা ও নানা উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কেকে/ এমএ