গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের ১২ জন মেধাবী শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) প্রদত্ত আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেছেন।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯ জন ছাত্রী ও ৩ জন ছাত্র রয়েছেন। পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ, গবেষণার মনোভাব এবং শিক্ষাগত উৎকর্ষতার ভিত্তিতে তাদের নির্বাচন করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় এক উষ্ণ ও আনন্দঘন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মুস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। এই কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী আগামী তিন বছর প্রতি বছর ৩৮ হাজার টাকা করে বৃত্তি পাবেন।
এর আগে গত অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ের আরও ২০ জন শিক্ষার্থী একই বৃত্তি পেয়েছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে গাকৃবির ক্রমবর্ধমান স্বীকৃতিকে তুলে ধরছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মুস্তাফিজুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে, যা গর্বের বিষয়। এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়—এটি তাদের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই কৃষি উন্নয়নে দায়িত্ববোধ আরও বৃদ্ধি করবে। বাংলাদেশে এনইএফ জাপানের দীর্ঘদিনের সহায়তা দু’দেশের বন্ধুত্ব ও বৈশ্বিক পরিবেশ–দৃষ্টিভঙ্গির উজ্জ্বল উদাহরণ।”
পুরস্কারপ্রাপ্তদের প্রতিনিধিত্ব করে বন ও পরিবেশ অনুষদের শিক্ষার্থী নাফিসা জান্নাত উমি বলেন, “মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে হয়ে এই বৃত্তি পাওয়া আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি ভবিষ্যতে জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই এবং দেশ ও বিশ্বে টেকসই ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মইনুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আফরাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির সমন্বয়ক ও গাকৃবির আন্তর্জাতিক বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন।
কেকে/লআ