আজ শনিবার, ১ নভেম্বর। বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদগুলো খোলা কাগজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. ১৯৭১ আমাদের অস্তিত্বের কথা, ভুলে যাওয়ার সুযোগ নেই : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৯৭১ সালকে ভুলে যাওয়ার কোনো অবকাশ নেই। কারণ, ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশ, এই ভূখণ্ড সেদিন একটা স্বাধীন দেশ হিসেবে মর্যাদা পেয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে সব সময়। ১৯৭১ হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্রের কথা।’
শনিবার (১ নভেম্বর) ঢাকার তোপখানা রোডস্থ জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
২. জুলাই সনদের প্রয়োজন নেই : মেজর হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই। একটি সংসদ প্রয়োজন, যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে।
শনিবার রাজধানীর প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
যারা মুক্তিযুদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার তাদের ভুলিয়ে দিতে চায় এমন অভিযোগ তুলে মেজর (অব.) হাফিজ বলেন, এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না। একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে। অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এ সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না। এই দেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।
৩. দেশে ৭০ হাজার ছাড়াল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
চলতি বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
৪. ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু
ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে জেলায় নবনির্মিত একটি মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন নারী ও এক শিশু রয়েছে।
শনিবার ভোরে একাদশীর শুভ উপলক্ষে জেলার কাশিবুগার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভিড়ের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১৭ জন আহত হয়েছে। স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
মন্দির থেকে পাওয়া ভয়াবহ ভিডিওতে দেখা গেছে, সেখানে ব্যাপক ভিড়। মন্দিরে শত শত নারী পূজার থালা হাতে সিঁড়িতে ধাক্কাধাক্কি করছেন এবং প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা করছেন। পরে মন্দির প্রাঙ্গণে একাধিক মৃতদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। এক কোণে এক আহত নারীকে ব্যাকুল হয়ে কাঁদতে দেখা গেছে।
৫. সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, দাফন করার কেউ নেই
সুদানের উত্তর দারফুরের আকাশে এখন ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার কুণ্ডুলি আর বাতাসে মিশে আছে যেন মৃত্যুর গন্ধ। এল-ফাশের শহরের রাস্তাগুলো এখন নিস্তব্ধ কবরস্থানে পরিণত হয়েছে—যেখানে মানুষের কান্নার শব্দও হারিয়ে গেছে। কয়েক দিন আগেও শান্ত-জীবন্ত শহরটি এখন মৃতদেহের স্তূপে ভরে গেছে। অবস্থা এতটাই শোচনীয়, সেগুলো দাফন করারও কেউ নেই।
জাতিসংঘ জানিয়েছে, বিপর্যয় শুরুর পর শহরটিতে আটকে থাকা সাধারণ মানুষ এখন চরম বিপদের মুখে দিন পার করছে। সহিংসতায় আহতরা কোনো উপায় না থাকায়, খোলা আকাশের নিচে পড়ে আছে। তাদের চিকিৎসা তো দূরের কথা- এক ফোঁটা পানি পর্যন্ত দেওয়ার কেউ নেই। ভায়াবহ এই সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৬ হাজার মানুষ তাদের প্রাণ বাঁচাতে দারফুর ছেড়ে তাভিলা শহরে পালিয়েছে, যেখানে ইতোমধ্যেই কয়েক লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ গাদাগাদি করে ঠাঁই নিয়েছে।
৬. ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত
ফের টেস্ট দলের নেতৃত্ব হাতে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, গুঞ্জনটা শোনা গিয়েছিল গতকাল শুক্রবারই। সেটাই সত্য হলো।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, ২০১৭ সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত।
চলমান ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থাকবেন শান্ত। ২০২৩ সালে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
কেকে/ আরআই