ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর শহরে বেড়েছে ছিঁচকে চোরের উৎপাত। সুযোগ পেলেই শহরের বিভিন্ন মহল্লার বাসাবাড়িতে হানা দিচ্ছে চোরচক্র। এতে ফের চোর আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। তবে ভুক্তভোগীরা থানায় অভিযোগ না করায় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর হচ্ছে না।
সম্প্রতি পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডসহ বড়বাড়ি, মাষ্টারপাড়া ও কবরস্থান মসজিদ এলাকায় শীতাতপ নিয়ন্ত্রকের তামার তার, টেলিফোন সংযোগের তার এবং স্ট্রিট লাইটের তার চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও বাসাবাড়ি থেকে মোবাইল, স্বর্ণালংকার, কাপড়সহ মূল্যবান সামগ্রীও খোয়া যাচ্ছে। এমনকি চোরের হাত থেকে রক্ষা পাচ্ছে না ফলমূল ও জমির ফসলও।
এলাকাবাসী জানান, বেশকিছুদিন ধরে এ এলাকায় চুরি, ছিনতাই ও বখাটে যুবকদের উৎপাত বেড়ে গেছে। ফলে সুযোগ পেলেই নানা অপরাধ প্রবণতা ঘটাচ্ছে অপরাধী চক্র। এতে বাসাবাড়ী, দোকানপাট খালি রেখে স্বস্তিতে থাকতে পারছেন না এলাকাবাসী। এতে জনমনে চোর আতংক বাড়ছে। এসব ঘটনায় পুলিশকে অবগত না করার কারণে নেয়া হচ্ছে না প্রয়োজনীয় আইনী পদক্ষেপও।
স্থানীয় বাসিন্দারা জানান, এক শ্রেণির মাদকসেবী মাদকের টাকা সংগ্রহের জন্য এসব অপকর্মের সাথে জড়িয়ে পরে।
এদিকে, এলাকাবাসী চুরি ও অপরাধ দমনে পুলিশি টহল বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামাল খান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিব। পুলিশ টহল ইতোমধ্যে বাড়ানো হয়েছে।”
কেকে/ আরআই