ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বাংলার মানুষ জামাতকে একাত্তরেই দেখেছে, এখন নতুন করে আর দেখার কিছু নেই। দেশের মানুষ বুঝে গেছে জামায়াত ক্ষমতায় গেলে কি করবে!
শনিবার (১ নভেম্বর) রাজধানীর উত্তরার এক হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। যারা আমাদের মা–বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের ধরে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তাদের আমরা তখনই চিনেছি। এখন নতুন করে তাদের দেখার কিছু নেই।
পরে আত্মপ্রকাশকৃত ২১ সদস্য বিশিষ্ট নবাগত আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন আমিনুল হক। কমিটিতে কামরুল হাসান মজুমদারকে আহবায়ক ও এবিএম মনিরুজ্জামানকে সদস্য সচিব ঘোষণা করা হয়।
এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ সেলিম কবির, যুগ্ম আহ্বায়ক হিসেবে মাকসুদেল হোসেন খান মাকসুদ, সৈয়দ ইদ্রিস আলী, তালহা ইবনে হাসান, মাহফুজুল আলম খোকনেরনোম ঘোষণা করা হয়। অপরদিকে, আহবায়ক সদস্য হিসেবে রয়েছেন দপ্তরের দায়িত্বে মো. জুবায়ের আহমেদ, ইদ্রিস আলম হৃদয়, স্বপন রানা সোহেল, সাইফুর নূর শুভ, মোহাম্মদ আলমগীর হোসেন, সাদাফ আলী খান, আরিফ হোসেন চৌধুরী, মহসিন দিনু, মেহেদী হাসান রাসেল, মোহাম্মদ রুহুল আমিন, সাকিবুল হাসান, রেজুয়ানুল হক, জাকির হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।
নবাগত কমিটির আহবায়ক কামরুল হাসান মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক (দপ্তর) এ বি এম এ রাজ্জাক ও আফাজ উদ্দিন আফাজ প্রমুখ।
কেকে/ আরআই