রোববার, ২ নভেম্বর ২০২৫,
১৮ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ২ নভেম্বর ২০২৫
শিরোনাম: সরকারের টাকায় নিজস্ব বাহিনী গড়ছেন আসিফ      আবারও বাড়লো স্বর্ণের দাম      আজকের আলোচিত ছয় সংবাদ      গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয় : ইসরায়েল      জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বিএনপি আমাদের বিরোধিতা করেছিল      প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ      জুলাই সনদের প্রয়োজন নেই : মেজর হাফিজ      
দেশজুড়ে
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:১৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে গরু চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের তিস্তার চরে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহতের নাম মো. আব্দুস সালাম। তিনি একই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের মো. ওমেদ আলীর ছেলে। এ ঘটনায় জড়িত দুলালী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি বেলকা নবাবগঞ্জ গ্রামের আব্দুল গণি মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে আব্দুস সালাম স্থানীয় এক ব্যক্তির গোয়াল ঘরে প্রবেশ করলে গৃহবধূ দুলালী বেগম তাকে ধরে ফেলে স্বামী ও প্রতিবেশীদের খবর দেন। পরে তারা সালামকে বেঁধে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে পুকুরে বেঁধে রাখা হয় এবং পরে আবারও নির্যাতন চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং অভিযুক্ত দুলালী বেগমকে আটক করে।

অভিযুক্ত আব্দুল গণি মিয়া জানান, কয়েকদিন আগে আমার একটি শ্যালো মেশিন হারিয়েছে। রাতে যখন গোয়ালে গিয়ে সালামকে দেখতে পাই, তখন প্রতিবেশী ও আত্মীয়-স্বজনকে খবর দিই। পরে তারা এসে মারধর করেছে।

অভিযুক্ত দুলালী বেগম বলেন, ‘একসপ্তাহ আগে মেশিন হারাইছে। হামার দুইটা মানুষের খাওয়া-দাওয়া, ঘুম নাই। রাইতে গোয়াল ঘরে শব্দ শুনি স্বামীক ওঠে পাঠে দেই, তাই যায়া দেখে চোর গরুর ধরি খুলছে। পরে মুই বাড়ির আশপাশের লোকজন আর ভাগিশরিকদের খবর দেই। ওমরাগুলে আসিয়ে কিল-ঘুষি দেয়। যাই আসছে তাই একটা করি মাইরছে। লোকটা সকালে ঠাণ্ডাত কাপতে কাপতে মরি গেইছে। এখন মরছে কাই কি করবে হামার! হামার যখন মেশিন হারাইছে তখন তোমরাগুলো আসছিলেন।’

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী নারী জানান, ‘রাতে দুলালী বেগম এসে আমাদের ডাকাডাকি করছিল। আমরা তার ডাক না শোনায় তিনি লাঠি দিয়ে আমাদের জানালায় আঘাত করেন। তখন আমি উঠে গিয়ে দেখি, সালাম নামের ওই লোকটাকে বেঁধে রাখা হয়েছে। দুলালী বেগম তার স্বামীর হাতে বেকি (ধারালো অস্ত্র) তুলে দিয়ে মারতে বলছিলেন। এরপর গণির ভাগিশরিকরা এসে লোকটাকে বেধড়ক পিটাতে থাকে।’

স্থানীয়রা জানান, নিহত সালাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মানুষের বাড়িতে কাজ করে খেতেন এবং কখনও চুরির সঙ্গে জড়িত ছিলেন না। তারা অভিযোগ করেন, সালামকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিহতের ছোট ছোট তিনটি ছেলে সন্তান রয়েছে, বাবাকে হারিয়ে তারা এখন নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ এবং বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ   পিটিয়ে হত্যা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারের টাকায় নিজস্ব বাহিনী গড়ছেন আসিফ
আবারও বাড়লো স্বর্ণের দাম
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা
একাত্তরে এই দেশের মানুষ জামায়াতকে দেখেছে : আমিনুল হক
আজকের আলোচিত ছয় সংবাদ

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেড়েছে ছিঁচকে চোরের উৎপাত, আতঙ্কে শহরবাসী
আঁওড়া উচ্চ বিদ্যালয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের নিয়োগ জালিয়াতি ফাঁস
যারা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে
ফটিকছড়িতে বন্দুক উদ্ধার করে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ
কমলগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে শাওন-আলম

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close