রোববার, ২ নভেম্বর ২০২৫,
১৮ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ২ নভেম্বর ২০২৫
শিরোনাম: সরকারের টাকায় নিজস্ব বাহিনী গড়ছেন আসিফ      আবারও বাড়লো স্বর্ণের দাম      আজকের আলোচিত ছয় সংবাদ      গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয় : ইসরায়েল      জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বিএনপি আমাদের বিরোধিতা করেছিল      প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ      জুলাই সনদের প্রয়োজন নেই : মেজর হাফিজ      
দেশজুড়ে
২০ দিনেও সন্ধান মেলেনি পাঁচ নিখোঁজের, জীবননগরে স্বজনদের বিক্ষোভ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পিতা-পুত্রসহ ২০ দিন ধরে নিখোঁজ একই গ্রামের পাঁচজনকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্যরা। 

শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে জীবননগর মুক্তমঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পরিবারের সদস্যরা জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গত ১৩ অক্টোবর ও ১৪ অক্টোবর দুই দিনে নিখোঁজ হয় পাঁচজন।

নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন গোয়ালপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে স্বপন (৪০), আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন (৩০), আনার (৫২) ও তার ছেলে শফি (২৭) ও শওকত আলির ছেলে হাসান (২৭)।

মানববন্ধনে বলা হয়, ‘আমরা কোথাও তাদেরকে খুঁজে না পেলে গত ২১ অক্টোবর ৬জনের বিরুদ্ধে জীবননগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করি।’

আসামিরা হলেন আব্দুল হাকিম ফকিরের তিন ছেলে আব্দুল মজিদ (৪০), আব্দুস সামাদ (৪৫) ও বিপ্লব হোসেন (৫০), মনসুর আলীর ছেলে লালন মন্ডল (৪২) ও বাবলুর ছেলে শাহিন (৩২)। 

মানববন্ধনে পরিবারের সদস্যরা বলেন, ‘আমরা জীবননগর থানায় মামলা দায়ের করার ১০ দিন পার হলেও এখনও পর্যন্ত পুলিশ নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার বা আসামিদের গ্রেফতার করতে পারিনি। আমরা চাই, পুলিশ দ্রুত নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিক। আর তা না হলে আমরা বড় ধরণের কর্মসূচি দিতে বাধ্য হব।’

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘গোয়ালপাড়া গ্রামে পাঁচ ব্যক্তির নিখোঁজের বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করাসহ দোষী ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। আশা করি, কয়েক দিনের মধ্যে মূল ঘটনা উদঘাটন করতে পারব।’

উল্লেখ্য, গোয়ালপাড়া গ্রামে একটি স্বর্ণের চালান লোপাট হওয়াকে কেন্দ্র করে স্বর্ণ চোরাচালান ব্যবসায়ীদের মধ্য একটি ঝামেলা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর আনার ও ছেলে শফি নিখোঁজ হয় এবং তার পরের দিন অর্থাৎ ১৪ অক্টোবর আবুল, হাসান ও শফি নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা তাদেরকে কোথাও খুঁজে না পেলে গত ২১ অক্টোবর শওকত বাদী হয়ে জীবননগর থানায় একই গ্রামের ৬ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  জীবননগর   নিখোঁজ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারের টাকায় নিজস্ব বাহিনী গড়ছেন আসিফ
আবারও বাড়লো স্বর্ণের দাম
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা
একাত্তরে এই দেশের মানুষ জামায়াতকে দেখেছে : আমিনুল হক
আজকের আলোচিত ছয় সংবাদ

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেড়েছে ছিঁচকে চোরের উৎপাত, আতঙ্কে শহরবাসী
ফটিকছড়িতে বন্দুক উদ্ধার করে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ
যারা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে
আঁওড়া উচ্চ বিদ্যালয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের নিয়োগ জালিয়াতি ফাঁস
কমলগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে শাওন-আলম

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close