ঢাকা-১৬ আসনের সম্ভাব্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘দেশের প্রকৃত সম্পদ হলো শিক্ষিত ও নৈতিকভাবে দৃঢ় তরুণ সমাজ। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। শিক্ষা শুধু পেশা নয়, এটি দায়িত্ব ও নৈতিকতার স্তম্ভ।’
রাজধানীতে অনুষ্ঠিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা-২০২৫’-এ তিনি এসব কথা বলেন।
সোমবার (২৭ অক্টোবর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক কৃতি ফুটবলার আমিনুল হক আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং মানবিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম শেখার ক্ষেত্র। তাই, অভিভাবকদের পাশাপাশি শিক্ষক ও সমাজের প্রতিটি সদস্যকে তরুণ প্রজন্মের পাশে দাঁড়াতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হোসেন।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, ডিজিটাল শিক্ষা প্রসার ও শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীর সফল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
কেকে/এমএ