কক্সবাজারে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএ) চট্টগ্রাম অঞ্চলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শক্রবার (৩১ অক্টোবর) হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএফএ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. সরওয়ার জাহান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিরুল হাছান।
জুয়েল চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, ঢাকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম, রাঙামাটি আঞ্চলিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ।
সভায় কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ সংগঠনের চলমান কার্যক্রম, মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন।
সভায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি রেঞ্জারদের ফুল দিয়ে বরণ ও অভিনন্দন জানানো হয়। সভায় পদোন্নতি, বেতন গ্রেড উন্নীতকরণ, মাঠ পর্যায়ের কার্যক্রমের গতি বৃদ্ধি, বন দস্যুদের হামলায় আহত/নিহত ফরেস্টার-ডেপুটি রেঞ্জারদের কল্যাণ এবং কমিটির শূন্য পদ পূরণসহ গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংগঠনের শক্তি, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে বিএফএর কার্যক্রম আরও সুসংগঠিত, কার্যকর ও সদস্যবান্ধব করা হবে। এছাড়া ফরেস্টার ও ডেপুটি রেঞ্জারদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের প্রশ্নে যেকোনো অপতৎপরতা ও বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের কথা জানান নেতৃবৃন্দ।
আমিরুল হাছান বলেন, ‘সবাইকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমি বদ্ধপরিকর।’
ফরেস্টার ও ডেপুটি রেঞ্জারদের সামগ্রিক স্বার্থে দেশের যেকোনো স্থানে ও যেকোনো পরিস্থিতিতে এক টেবিলে বসে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় স্কেল মামলার আপডেট, পদোন্নতি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পূর্ণমিলনী আয়োজন এবং পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভার সাফল্যসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন উপদেষ্টা মন্জুরুল ইসলাম সোহেল, আব্দুল মান্নান, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শাহানশাহ নওশাদ, সমীর রঞ্জন সাহা, চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল হক, এমদাদুল হক, জুয়েল চৌধুরী, এমদাদুল হাসান টগর, মো. রোকনুজ্জামান।
কেকে/এমএ