ফরিদপুর সদর উপজেলার নির্মাণাধীন সেতু থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে ভাজনডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম জহুরুল ইসলাম। তিনি নওগাঁ জেলার হাসাইগাড়ি থানার ভীমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা সেতুতে কাজ করার সময় জহুরুল ইসলাম ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ আরআই