রোববার, ২৬ অক্টোবর ২০২৫,
১০ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম: চরম সংকটে লবণ শিল্প       নির্বাচনের আগে বড় সংঘাতের শঙ্কা      ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন      বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে : তারেক রহমান      রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল নেতা খুন      জরিপে জানা গেল ঢাকাবাসীর মাথাপিছু বার্ষিক আয়      স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর      
দেশজুড়ে
ড. আসাদুজ্জামান রিপন
বালু মাফিয়াদেরকে কোনো ছাড় দেওয়া হবেনা
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ভোট ডাকাতের যে সমস্থ এমপি, রাজনৈতিক দলের নেতারা ছিলো তারা টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলার মানুষের দুঃখ দূর্দশার কথা মনে রাখে নাই। মানুষের ঘরবাড়ি নদীতে চলে গেছে তাতে তাদের কিছু যায় আসে নাই, তাদের ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্য নিজেরা লাভবান হওয়ার জন্য অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করেছে এবং সেই অবৈধ বালু উত্তোলনকারী বালু মাফিয়াদের বিরুদ্ধে আমি ছাড়া অন্য কোনো রাজনৈতিক নেতারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই।

তিনি আরও বলেন, কিছুদিন আগেও আমি যখন টঙ্গীবাড়ী আসি তখন দেখি, সরকারি রাস্তা কেটে বালু মাফিয়ারা নদী থেকে বালু তোলার জন্য পাইপ বসিয়েছে। ওই মুহুর্তেই আমি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে সাথেই ব্যবস্থা গ্রহন করে। আমার জানামতে এখন টঙ্গীবাড়ীতে বালু তোলার যে অপতৎপরতা ছিলো তা এখন বন্ধ আছে। ভবিষ্যতে যদি কেউ সরকারি রাস্তা কেটে অবৈধ ভাবে পাইপ লাগানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার এমপি হওয়া লাগবেনা! এখনই যেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছি তেমনি ভবিষ্যতেও তাদেরকে টাইট দেওয়ার মতো সক্ষমতা আমার আছে। সুতরাং বালু মাফিয়াদের কোনো ছাড় দেওয়া হবেনা।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে টঙ্গীবাড়ী বাজারে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, লৌহজং উপজেলার মত টঙ্গীবাড়ীতেও কিছু মাদকের কারবার আছে। এই মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি পুলিশ প্রশাসনকে বলেছি এবং ঢাকায় ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের সাথে কথা বলবো যেনো এখানকার মাদক ব্যবসায়ী, মাদক গ্রহনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই কারনেই ব্যবস্থা নেওয়া হবে কারণ আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে গেলে আমাদের ভবিষ্যৎ বলে কিছু থাকবেনা। সেজন্য যুব সমাজকে বাঁচাতে হলে দেশকে মাদকমুক্ত করতে হবে।

তিনি আরও যোগ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার পূর্নাঙ্গ প্রস্তুতি রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কি কি করা দরকার, রাষ্ট্রের কি কি সংস্কার করা দরকার সেই সংস্কারের বিষয়গুলো আমরা জনগনের মধ্যে প্রচার করে গেলাম।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  বালু মাফিয়া   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেশে দেশে আন্দোলন, ভারতের জেন-জি প্রজন্ম কেন নীরব
শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
রপ্তানি বহুমুখীকরণ কেন দরকারি?
অশান্ত চিংড়ি জোন

সর্বাধিক পঠিত

১৭ বছর আন্দোলন করে তারেক রহমান ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন
বাগাতিপাড়ায় অপপ্রচারের প্রতিবাদ সাংবাদিক নেতা কামরুল ইসলামের
শ্রীমঙ্গলে অপহৃত কিশোরী সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার দুই
মোংলা থানায় আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন
কেশবপুরে ছাত্রদল সভাপতির ওপর হামলা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close