তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন ও মশাল মিছিল করেছে রংপুর ডিভিশন স্টুডেন্টস ইউনিটি।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে বলেন—“তোমার আমার ঠিকানা, তিস্তা তিস্তা”, “তিস্তার পাড়ের কান্না, আর না, আর না”, “উত্তরের বৈষম্য, মানি না, মানবো না”, “দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা”, “জাগো বাহে, কোনঠে সবাই”, “তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ”।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ বলেন, শুরুতেই নুরুলদীনের কথা মনে পড়ে যায়, জাগো বাহে কোনঠে সবাই? আমরা উত্তরবঙ্গের জনসাধারণ সব সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে কথা বলে এসেছি। কিন্তু কোনো সরকারই এই পরিকল্পনা বাস্তবায়নে যথাযথ উদ্যোগ নেয়নি। কারণ তারা ভারতের তাঁবেদারি করেছে। উত্তরাঞ্চলকে দমিয়ে রেখে ভারত ভূ-রাজনৈতিক সফলতা পাওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলায় আর কোনো সরকারকে ভারতের তাঁবেদারি করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। ভারত যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাধা দেয়, আমরাও সেভেন সিস্টারকে স্বাধীন করতে সাহায্য করবো, ইনশাআল্লাহ।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, বাংলাদেশের সকল নদীর মুখ থেকে ভারতের বাঁধ প্রত্যাহার করতে হবে। ভারতের সাথে করা বাংলাদেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। আজকের এই সমাবেশে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের স্বার্থের প্রশ্নে চাকসু ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ।
মানববন্ধন শেষে শহীদ মিনার থেকে জিরো পয়েন্ট পর্যন্ত একটি মশাল মিছিল বের করা হয়।
কেকে/ আরআই