ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার, ছাত্র সংসদ (ইকসু) গঠনের রোডম্যাপসহ ১৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ইবি সংস্কার আন্দোলন’।
শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় তারা ‘আশ্বাস না সংস্কার, সংস্কার সংস্কার’; ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘ইকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় সংস্কারের যৌক্তিক দাবি জানিয়ে এসেছি। কিন্তু প্রশাসন শুধু আশ্বাস ই দিয়ে যাচ্ছে, কি যে করতেছে তা শিক্ষার্থীদের সামনে দৃশ্যমান না। ইকসু নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে, নভেম্বরের ১৫ এর মধ্যে ইকসু বাস্তবায়ন হওয়ার কথা। ১৫ অক্টোবরের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন করার কথা কিন্তু সেটাও বাস্তবায়ন হয়নি। আমাদের ভাই সাজিদ হত্যার প্রায় ১০০ দিন হতে চললেও এখনো খুনিরা ধরা পড়েনি। আমরা এখন আর আশ্বাসে বিশ্বাস করি না। আমরা দাবির বাস্তবায়ন চাই।
তারা আরও বলেন, সংস্কার ও আধুনিকায়নের জন্য দাবি জানালেও প্রশাসন কর্ণপাত করছে না। ব্যাংকে টাকা জমা দিতে গেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। প্রশাসন এতদিন হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় ডিজিটালাইজেশনের কোন পদক্ষেপ গ্রহণ করেনি। প্রশাসন দায়িত্বে আসার দীর্ঘদিন পেরিয়ে গেছে, আমরা এখন আমাদের দাবির বাস্তবায়ন চাই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর ভোগান্তি নিরসনের লক্ষে অবশ্যই বিশ্ববিদ্যালয়কে সংস্কার করতে হবে। আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
কেকে/ আরআই