শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: আজকের আলোচিত পাঁচ সংবাদ      ইনিয়ে-বিনিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে, শিগগিরই তারা নির্বাচন চায় না : সালাউদ্দিন আহমদ       আইয়ুব বাচ্চুকে হারানোর ৭ বছর      শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন      শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত      জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষ, ৯০০ জনের বিরুদ্ধে মামলা      জুয়া-পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক      
প্রিয় ক্যাম্পাস
৫ বছর পর জবিতে পানির ট্যাংক পরিষ্কার কার্যক্রম
জবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ পাঁচ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পানির সকল রিজার্ভ ট্যাংক পরিষ্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ভূগর্ভস্থ ও ছাদের প্লাস্টিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

জানা যায়, রিজার্ভ ট্যাংকগুলোর মধ্যে ৭টি ভূগর্ভস্থ এবং ১টি প্রশাসনিক ভবনের ছাদে অবস্থিত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদে প্রায় ৯০টির বেশি গাজী ব্র্যান্ডের প্লাস্টিক ট্যাংক রয়েছে। এসব ট্যাংকের ধারণক্ষমতা কয়েক লাখ লিটার।

প্রকৌশল দপ্তরের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা বহুবার ট্যাংক পরিষ্কারের আবেদন করেছি, কিন্তু বাজেট সংকটের অজুহাতে বিষয়টি উপেক্ষা করা হয়েছে। একবার পরিকল্পনা করা হলেও পরে সেটিও বাস্তবায়িত হয়নি।

সরেজমিনে দেখা যায়, ‘ব্রাইট ক্লিন’ নামে একটি পেশাদার প্রতিষ্ঠান হাইড্রোজেন পারঅক্সাইডসহ জীবাণুনাশক রাসায়নিক ব্যবহার করে ট্যাংকগুলো পরিষ্কার করছে। এতে বেরিয়ে আসছে আয়রন, কাদামাটি ও ময়লা-আবর্জনা। ইতোমধ্যে প্রশাসনিক ভবন, রফিক ভবন, ইউটিলিটি ভবন এবং শিক্ষকদের ডরমেটরির চারটি রিজার্ভ ট্যাংক পরিষ্কার হয়েছে। আজকের মধ্যেই আরও দুই থেকে তিনটি ট্যাংক পরিষ্কার করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই কার্যক্রমের সার্বিক দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী মো. ওয়ালিউল ইসলাম বলেন, ছুটির দিনগুলোতে পানির ট্যাংক পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মদিবসে পানির ব্যবহার বেশি হওয়ায় তখন পরিষ্কার করা সম্ভব নয়। আজকের পর পরশুদিনও কাজ চলবে। লক্ষ্য সব ট্যাংক ধাপে ধাপে সম্পূর্ণ পরিষ্কার করা।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহন খন্দকার বলেন, প্রায়ই পানিতে দুর্গন্ধ পাওয়া যায়, অনেক সময় তাতে ময়লা দেখা যায়। এতে রোগ হওয়ার আশঙ্কা থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত।

আরেক শিক্ষার্থী বলেন, আমরা প্রতিদিন এই পানি দিয়ে খাওয়া, ধোয়া-মোছা সব কিছু করি। অনেক শিক্ষার্থী খাওয়ার পানি বাসা বাড়িতেও নিয়ে যায়। অথচ বছরের পর বছর ট্যাংক পরিষ্কার না হওয়া খুবই উদ্বেগজনক।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতি ছয় মাস অন্তর ট্যাংক পরিষ্কার না করলে তাতে ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবী জন্ম নিয়ে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস ও চর্মরোগের ঝুঁকি বাড়ে।

‎এর আগে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি অবগত নন বলে জানান। তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রার নিজেই প্রধান প্রকৌশলী হেলাল উদ্দীন পাটোয়ারীকে ফোন দিয়ে পানির ট্যাংক সংখ্যা ও সর্বশেষ পরিষ্কারের সময় জানতে চাইলে তিনিও কিছু জানে না বলে প্রতিউত্তর দেয়। তবে রেজিস্ট্রার দ্রুতই পরিষ্কারে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।

তবে ১৬ অক্টোবর একটি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রশাসন। এরপরই সহকারী প্রকৌশলী ওয়ালিউল ইসলামের নেতৃত্বে শনিবার থেকে শুরু হয় ট্যাংক পরিষ্কারের কার্যক্রম।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  জবি   পানির ট্যাংক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক সমাবেশ
দৌলতপুরে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি শরীফ উদ্দিন জুয়েলের
আজকের আলোচিত পাঁচ সংবাদ
রিশাদের ঘূর্ণিতে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ
ডিআইইউ ক্যান্টিনে প্রক্টরিয়াল টিমের অভিযান

সর্বাধিক পঠিত

চুরাইকৃত মোটরসাইকেলসহ দুই চোর ধরা ভালুকায়
ঢাকা-১১ আসনকে দুর্নীতিমুক্ত ও স্মার্ট হিসেবে গড়ে তুলব : ফজলে বারী
নিটার হোস্টেলে সাপের উপদ্রব, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
উখিয়ায় এলজি ও গুলিসহ গ্রেফতার ১
আট দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close